ঢাকা, ২৯ নভেম্বর ২০২৩, বুধবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

দুই বছরেরও কম সময়ে দ্বিতীয়বার বাংলাদেশের জন্য নতুন মার্কিন স্যাংশন

তারিক চয়ন

(২ মাস আগে) ২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ১১:৩০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন

mzamin

বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করার জন্য দায়ী কিংবা জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ শুরু করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দেশটির স্টেট ডিপার্টমেন্ট এর ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে ২০২১ সালের ১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অর্থ দফতরের ফরেন অ্যাসেটস কনট্রোল অফিস বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি যারা, তাদের ভাষায়, মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের সাথে সংশ্লিষ্ট, তাদের উপর যে নিষেধাজ্ঞা দিয়েছিল তাদের মধ্যে বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব) এবং এই বাহিনীর ছয় জন কর্মকর্তাও অন্তর্ভুক্ত ছিলেন।

সুতরাং বলা চলে, গত দুই বছরেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার বাংলাদেশের জন্য নতুন স্যাংশন বা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি উল্লেখ করেছেন ওয়াশিংটনভিত্তিক প্রভাবশালী থিংক ট্যাংক উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যানও।

তিনি শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের টুইটার) স্টেট ডিপার্টমেন্ট এর বিবৃতির একটি লিংক শেয়ার করে লিখেছেনঃ ভারত-কানাডা দ্বন্দ্বের উপর যে সমস্ত ফোকাস সেটা বোধগম্য, তাই দক্ষিণ এশিয়ার আরেকটি বড় ঘটনা উপেক্ষা করে যাওয়াটা সহজঃ গতকাল যুক্তরাষ্ট্র দুই বছরেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার বাংলাদেশের জন্য নতুন স্যাংশনের ঘোষণা দিয়েছে।

পাঠকের মতামত

বলা যেতে পারে বাংলাদেশর দুই বছরে দুটো পাওয়া এসব নকল উন্নয়নের পার্শ্বপ্রতিক্রিয়া। অনেকটাই নষ্টামীর বাহাদুরীর সাটিফিকেট। যারা পাবে তারা মোটেও লজ্জিত নয়। বাকী দেশবাসীর লজ্জায় মাথা কাটা যাচ্ছে। লজ্জা এক ধরণের সুস্থ মানবিকতার প্রকাশ। যাদের ওটি থাকবে না, বুঝতে হবে তাদের মনুষ্যত্ব প্রশ্নবিদ্ধ।

Nazma Mustafa
২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ৫:০৩ অপরাহ্ন

Rabআছে বলেই সমাজ ভাল চলছে।

অমল
২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ৫:২১ পূর্বাহ্ন

বেশ কয়েক বছর আগে আমেরিকা গণচীনের প্রস্তুতকৃত সমস্ত দ্রব্যের উপর বিধিনিষেধ আরোপ করেছিল কিন্তু তাতে গণচীনের কোন ক্ষতিই হয়নি বরঞ্চ চীন পৃথিবীর অন্যান্য দেশে রপ্তানী করে যথেষ্ট উপকৃত হয়। সুতরাং মানবজমিনের আরাধ্য আমেরিকান স্যা;সানে বাংলাদেশের কোন ক্ষতিই হবেনা, বাংলাদেশ তার রপ্তানি পণ্যের জন্য অন্যান্য দেশ খুঁজে নেবে কিন্তু এতে সি আই এ'র এজেন্ট ও আমেরিকার বান্দাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ যে নতজানু পররাষ্ট্রনীতি ঘৃণা করে এতে তা অধিক আকারে প্রকাশ হবে, সুতরাং বাংলাদেশ আগে বাড়ো আমরা তোমার সাথে আছি।

HM Babul Chowdhury
২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৩:১১ পূর্বাহ্ন

kazi, সব চেয়ে বেশি সচেষ্ট ছিল বিরুধি দমনে।

সেলিম
২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৮:০৮ অপরাহ্ন

RAB জঙ্গি দমনে ফলপ্রসূ হয়েছিল। এখন তাদের উপর নিষেধাজ্ঞা থেকেই ধারণা করা যায় তারা কি চায় ।

Kazi
২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৫:১০ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

গুম-খুন-কারা নির্যাতিত বিএনপি নেতাদের স্বজনদের আহাজারি/ বাঁচার অধিকার না থাকলে সবাইকে একসাথে মেরে ফেলুন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status