ঢাকা, ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৭ রবিউস সানি ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

কুমিল্লায় রোডমার্চ বাস্তবায়নের লক্ষ্যে কমিটি গঠন

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে
২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবারmzamin

কুমিল্লা-চট্টগ্রাম তারুণ্যের রোডমার্চ বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই এবং মহানগর দক্ষিণ থানায় ওমর ফারুক চৌধুরীকে আহ্বায়ক, মো. ইউসুফ আলী মীর পিন্টুকে সদস্য সচিব করে ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউসুফ আলী মীর পিন্টুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা  আলহাজ মনিরুল হক চৌধুরী সবেক এমপি, এডভোকেট আখতার হোসাইন আহ্বায়ক প্রস্তাবিত সদর দক্ষিণ উপজেলা বিএনপি, মাসুদ করিম প্রস্তাবিত লালমাই উপজেলা বিএনপি’র আহ্বায়ক, ওমর ফারুক সুমন (সাবেক চেয়ারম্যান), হাজী হানিফ মহানগর দক্ষিণ থানা বিএনপি’র সমন্বয়ক, বিএনপি নেতা সোহেল মজুমদার, সুমন চৌধুরী, হাফেজ বিল্লালসহ কুমিল্লা মহানগরের ৯টি ওয়ার্ড, সদর দক্ষিণ উপজেলা এবং লালামাই উপজেলার সকল ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিববৃন্দ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, ৫ই অক্টোবরের রোডমার্চ- বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সংসদ বিলুপ্তকরণ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা নিশ্চিতকরণসহ তারুণ্যের অহংকার তারেক জিয়াকে বীরের বেশে এদেশে ফিরিয়ে এনে মানুষের বাঁচার অধিকার ফিরিয়ে দেয়ারও রোডমার্চ। আওয়ামী লীগের এই মুহূর্তে  মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন ফিরিয়ে দেয়া ছাড়া অন্য কোনো উপায় দেখছি না। দেশের নিবন্ধিত অধিকাংশ রাজনৈতিক দল দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় না। সরকার সংবিধানের দোহাই দিয়ে বিগত ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের মতোই নির্বাচনী বৈতরণী পার হতে চায়। তবে এবার সেই সুযোগ দেয়া হবে না। সরকারকে পদত্যাগ করতে হবে। বিনা ভোটে জোর করে ক্ষমতায় আছে এই সরকার। অত্যাচার ও নির্যাতন করে দেশ শাসন করছে। এই সরকারের আমলে মানুষ নির্যাতিত। তাই দেশের সব বিরোধী দল সরকার পতনে একদফা আন্দোলন শুরু করেছে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status