বাংলারজমিন
যশোরের চৌগাছায় ধর্ষণের শিকার শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
স্টাফ রিপোর্টার,যশোর থেকে
(৯ ঘন্টা আগে) ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ২:১২ অপরাহ্ন
যশোরের চৌগাছায় প্রতিবেশী দূর সম্পর্কের দাদা কর্তৃক ধর্ষণের শিকার শিশুটির সার্বিক চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সকাল বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, নারী ও শিশু নির্যাতন সহায়তা সেলের সমন্বয়ক ডা. রফিকুল ইসলাম যশোরে শিশুটিকে দেখতে এসে এ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, তারেক রহমানের নির্দেশে তারা সারা দেশে নির্যাতিত নারী ও শিশুদের চিকিৎসা ও আইনি সহায়তা দিতে কাজ করছেন। তারই অংশ হিসেবে চৌগাছায় নির্যাতন ও ধর্ষণের শিকার শিশুটির চিকিৎসাসহ তার ও তার পরিবারের সব দায় দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান।
গত ১১ জুন বিকেলে শিশুটিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা চালায় তার প্রতিবেশী দূর সম্পর্কের দাদা মিজানুর রহমান। মারাত্মক রক্তক্ষরণ অবস্থায় শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঈদের ছুটি থাকলেও যশোরের বিএনপি নেতাদের সহায়তায় ওই রাতেই তার অস্ত্রপচার সম্পন্ন হয়। বর্তমানে শিশুটি যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি অবহিত হওয়ার পর তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে আজ সকালে নির্যাতিত শিশুটিকে দেখতে আসেন এবং তার পাশে থাকার ঘোষণা দেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডাঃ রফিকুল ইসলাম। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিশুটির মায়ের হাতে আর্থিক সহায়তার খামও তুলে দেন নেতৃবৃন্দ । বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ও যশোর চেম্বারের সভাপতি মিজানুর রজহমান খানসহ ড্যাবের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সার্বিক সহযোগিতা পেয়ে শিশুটির মা কান্নায় ভেঙে পড়েন। তিনি তার পাশে থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি ধর্ষকের ফাঁসি দাবি জানান।
তিনি বলেন, বিএনপি নেতারা শুরু থেকে আমার সাথে আছে। গভীর রাতেও তারা হাসপাতালে ছিলো। তাদের কারণে আমার মেয়েটা এখনো নিঃশ্বাস নিচ্ছে। আমি চাই ধর্ষকের শাস্তি পেতেও তারা সহযোগিতা করুক।