ঢাকা, ৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ২০ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

ফতুল্লায় নারী শ্রমিক ধর্ষণের শিকার, গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার

ফতুল্লায় গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী শ্রমিক (৩৮)। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- ফতুল্লার ধর্মগঞ্জ পাকাপুল এলাকার ওসমান গণির পুত্র জাফের বিন রিফাত (২৫) ও একই এলাকার মৃত হাজী আবদুর রাজ্জাকের পুত্র জোবায়ের আহমেদ সাদি (২৪)। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে ওইদিন দুপুরে ওই নারী শ্রমিক ধর্ষণের শিকার হয়ে বাদী হয়ে জাফের বিন রিফাত এবং  জোবায়ের আহমেদ সাদিসহ ৫ জনের নাম উল্লেখ করে ধর্ষণের অভিযোগ এনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার তথ্যমতে ধর্ষণের শিকার হওয়া ওই নারী শ্রমিকের স্বামী প্রবাসে রয়েছেন। তার দুই ছেলে রয়েছে। 
ওই নারী দুই মাস আগে থেকে ধর্মগঞ্জ এলাকার একটি ভাড়া বাসায় বসবাস ও বিসিকস্থ একটি গার্মেন্টসে চাকরি করছেন। কর্মস্থলে আসা-যাওয়ার পথে জাফের বিন রিফাত এবং  জোবায়ের আহমেদ সাদি ওই নারী ও তার বোনের স্বামীকে নিয়ে বাজে মন্তব্য করে। গত বুধবার রাত ৯টায় ওই নারী নিজ কর্মস্থল থেকে বোনের বাসায় যাওয়ার পথে বাসার নিচে সিঁড়ির কাছে গেলে বাড়ির মালিকের  ছেলে ওয়ালিদ রাফাত ও পারভেজ খান বাসার নিচতলাস্থ  অপর আসামি সাদির অফিসে  ডেকে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে ওই নারীর বোনের স্বামী প্রসঙ্গে নানা কথাবার্তা বলে পুলিশে ধরিয়ে দেয়ার ভয়  দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে অফিস কক্ষে প্রথমে ওয়ালিদ ও রাফাত তাকে পালাক্রমে ধর্ষণ করে।

বিজ্ঞাপন
এ সময় বাইরে পাহারারত ছিল পারভেজ ও আহমেদ সাদি। পরবর্তীতে রাত ১টার দিকে ওয়ালিদ ওই নারীকে সেখান থেকে ধর্মগঞ্জস্থ তার নিজ রিকশার গ্যারেজে নিয়ে গিয়ে দ্বিতীয় দফায় ধর্ষণ করে।  সেখানে কাইয়ুম নামের অপর একজনও তাকে ধর্ষণ করেন। পরবর্তীতে ধর্ষিতা ওই নারীকে রাত দেড়টার দিকে একটি অটোরিকশায় তুলে দিলে সে তার খালার রেলস্টেশনস্থ বাসায় চলে যায়। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া জানান, এই ঘটনায় একটি মামলা হয়েছে। এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status