বিশ্বজমিন
কানাডায় খুন হলো খালিস্তানপন্থী আরেক শিখ নেতা
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ২১ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৪২ পূর্বাহ্ন

শিখ নেতা হরদীপ সিং হত্যা নিয়ে যখন কানাডা ও ভারতের মধ্যে উত্তেজনা তুঙ্গে তখন খুন হলেন আরও এক শিখ নেতা। কানাডার উইনিপেগ শহরে বুধবার রাতে সুখদুল সিং নামের ওই খালিস্তানপন্থী নেতাকে গুলি করে হত্যা করা হয়। যদিও ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করছে, সুখদুল একজন সন্ত্রাসী গোষ্ঠীর প্রধান এবং বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর আক্রমণেই তিনি নিহত হয়েছেন।
এনডিটিভির খবরে জানানো হয়, সুখদুল সিং একজন গ্যাংস্টার। তিনি আরেক সন্ত্রাসী আরশদীপ ডাল্লার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ২০১৭ সালে পাঞ্জাবের মোগা শহর থেকে জাল পাসপোর্ট নিয়ে কানাডায় পালিয়ে গিয়েছিলেন তিনি। সম্প্রতি ভারতের সন্ত্রাসবিরোধী সংস্থা এনআই ৪৩ গ্যাংস্টারের একটি তালিকা প্রকাশ করে, তাতে সুখদুল সিংয়ের নামও ছিল।
এর আগে কানাডায় আরও কয়েকজন খালিস্তানপন্থী নেতাকে হত্যা করা হয়। এরমধ্যে হারদীপ সিং নামের এক শিখ নেতাকে হত্যার জন্য ভারত সরকারকে দায়ী করেছে কানাডা। এ নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপড়েন চলছে। গত সোমবার কানাডার পার্লামেন্টে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরাসরি ভারতকে দায়ী করে বক্তব্য দেন। ট্রুডোর এই অভিযোগের পর অটোয়া ভারতীয় এক কূটনীতিককে বহিষ্কার করে। পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতও কানাডার এক কূটনীতিককে বহিষ্কার করে।