রাজনীতি
৫ই অক্টোবর পর্যন্ত কর্মসূচি বাড়িয়েছে বিএনপি
স্টাফ রিপোর্টার
(১১ মাস আগে) ২১ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ১২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৪১ পূর্বাহ্ন
সরকার পতনের একদফা দাবিতে ১৯শে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আন্দোলন কর্মসূচি আগামী ৫ই অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে বিএনপি। এর মধ্যে ২৪শে সেপ্টেম্বর সারাদেশে ও মহানগরে সমাবেশ, ৩রা অক্টোবর ফরিদপুর বিভাগে রোডমার্চ, ৪ঠা অক্টোবর ঢাকায় পেশাজীবী কনভেনশন ও ৫ই অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ করবে বিএনপি। আজ বেলা ১২টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গত ১৯শে সেপ্টেম্বর দলের স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আগামীতে সরকারের আচরণের ওপর নির্ভর করে ঠিক করা হবে বিএনপির কর্মসূচি। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপি মহাসচিব।