অনলাইন
ধামরাইয়ের গাজীখালি নদীতে ভাসছে অজ্ঞাত লাশ
ধামরাই( ঢাকা) প্রতিনিধি
(১ বছর আগে) ২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১১:১৩ পূর্বাহ্ন
ঢাকার ধামরাইয়ের গাজীখালি নদীতে ভাসছে অজ্ঞাত এক ব্যক্তির বিবস্ত্র লাশ। বুধবার সকাল ৮টায় ধামরাইয়ের নান্নার ইউনিয়নের গোপালকৃষ্ণপুর গ্রামের গাজীখালি নদীর ওপর নির্মিত সেতুর পাশেই ভেসে থাকা লাশটি দেখতে পান এলাকাবাসী। পরে এলাকার শত শত মানুষ লাশটি দেখতে সেখানে ভিড় করেন।
স্থানীয় নান্নার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য মনিরুজ্জামান বলেন, সকালে নদীতে ভাসমান অবস্থায় বিবস্ত্র লাশটি দেখার পরই থানা পুলিশে খবর দেয়া হয়েছে। তবে লাশ উত্তোলন না করা পর্যন্ত পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না।
এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশীদ বলেন, গাজীখালি নদীতে লাশ ভেসে থাকার খবর পেয়েছি। লাশটি উদ্ধারের জন্য সেখানে পুলিশ পাঠানো হচ্ছে।
মন্তব্য করুন
অনলাইন থেকে আরও পড়ুন
অনলাইন সর্বাধিক পঠিত
৯