বাংলারজমিন
মধ্যনগরে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
(১ বছর আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ১০:২৫ অপরাহ্ন

সুনামগঞ্জের মধ্যনগরে বিশেষ অভিযান পরিচালনা করে কালু মিয়া (৫৫) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।
গ্রেফতার হওয়া আসামি কালু মিয়া উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মাটিয়ারবন গ্রামের মৃত মুকসেদ আলী পীরের ছেলে।
মঙ্গলবার সকালে এস আই রফিজুল মিয়া এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে পলাতক আসামি কালু মিয়াকে গ্রেফতার করা হয়।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরান হোসেন জানান, আসামি কালু মিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির পর দীর্ঘদিন ধরে পলাতক ছিল। বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।