খেলা
‘প্রথম’ জয়ের খোঁজে বায়ার্নের মুখোমুখি ইউনাইটেড
স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার
একদিন আগেই শুরু হয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লীগের নতুন আসর। ২০২৩-২৪ মৌসুমের দ্বিতীয় দিনে আজ জার্মান বুন্দেসলিগার দল বায়ার্ন মিউনিখের মুখোমুখি হচ্ছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। রাত ১টায় বায়ার্নের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় শুরু হবে ম্যাচটি। এতে জয় পেলে অনন্য কীর্তি হবে ম্যানইউর।
চ্যাম্পিয়নস লীগের নতুন মৌসুমে ‘এ’ গ্রুপে পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্ন মিউনিখ। এর আগে ইউরোপিয়ান প্রতিযোগিতাটিতে মোট ১১ বার দেখা হয়েছে দুই দলের। তার মধ্যে বায়ার্ন মিউনিখের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ৫ ম্যাচ খেলে কোনোটিতে জয় পায়নি ইউনাইটেড। ৩ হার ও ২ ড্র। অর্থাৎ, আজ রাতে বাভারিয়ানদের হারাতে পারলে তাদের মাঠে প্রথম জয়ের স্বাদ পাবে রেড ডেভিলরা। ম্যানইউকে হারিয়ে একটি কীর্তি ছোঁয়ার সুযোগ রয়েছে বায়ার্ন মিউনিখেরও। চ্যাম্পিয়নস লীগে বার্সেলোনার কাছে সবচেয়ে বেশি বার (৫) হেরেছে ম্যানইউ। ইউরোপ সেরার মঞ্চে রেড ডেভিলদের হারানোর এই তালিকায় দুইয়ে বায়ার্ন মিউনিখ, ৪ ম্যাচে। অর্থাৎ, আজ ম্যানইউকে হারাতে পারলেই বার্সেলোনাকে স্পর্শ করবে বাভারিয়ানরা।
চ্যাম্পিয়নস লীগে ‘এ’ গ্রুপের খেলা শুরু হবে তুরস্কের ক্লাব গালাতাসারে এসকে এবং ডেনিশ দল এফসি কোপেনহ্যাগেনের মধ্যকার ম্যাচ দিয়ে। তুরস্কের র্যামস পার্কে রাত ১০টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। একই সময় ‘সি’ গ্রুপের ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে ইউনিয়ন বার্লিনকে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ। রাত ১টায় ‘সি’ গ্রুপের আরেক ম্যাচে মুখোমুখি হবে নাপোলি ও স্পোর্টিং ব্রাগা। একই সময় ‘বি’ গ্রুপের ম্যাচে আর্সেনাল-পিএসভি এবং সেভিয়া-লঁস মুখোমুখি হবে। রাত ১টার ‘ডি’ গ্রুপের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের আতিথ্য নেবে ইন্টার মিলান এবং বেনফিকার মুখোমুখি হবে আরবি সালসবুর্গ।