খেলা
যে কারণে ওয়ানডে ছাড়ছেন ডি কক
স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার৩০ বছর বয়স, অথচ এখনই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার কুইন্টন ডি কক। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের পর তাকে আর এই ফরম্যাটে দেখা যাবে না। এত তাড়া কেন অবসরে এবার সেই ব্যাখ্যা দিলেন তিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে আসা প্রচুর অর্থ অবসরে প্রভাব ফেলেছে বলে জানান এই প্রোটিয়া উইকেটরক্ষক। ২-০ তে পিছিয়ে থেকেও ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৩-২ ব্যবধানে সিরিজ হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের শেষ ম্যাচ শেষে অবসরের কারণ ব্যাখ্যা করেন ডি কক। তিনি বলেন, ‘আমার এই সিদ্ধান্তের ওপর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রভাবকে অস্বীকার করবো না। আমি মূলত নিজের আনুগত্য বজায় রাখার চেষ্টা করি। আমি মনে করি জাতীয় দলকে সত্যিই বেশ ভালোভাবে উপস্থাপন করেছি। কিন্ত টি-টোয়েন্টিতে প্রচুর অর্থ রয়েছে।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন
খেলা সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]