ঢাকা, ৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ২০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ২০ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

খেলা

যে কারণে ওয়ানডে ছাড়ছেন ডি কক

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার

৩০ বছর বয়স, অথচ এখনই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার  কুইন্টন ডি কক। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের পর তাকে আর এই ফরম্যাটে দেখা যাবে না। এত তাড়া কেন অবসরে এবার সেই ব্যাখ্যা দিলেন তিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে আসা প্রচুর অর্থ  অবসরে প্রভাব ফেলেছে বলে জানান এই প্রোটিয়া উইকেটরক্ষক।  ২-০ তে পিছিয়ে থেকেও ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৩-২ ব্যবধানে সিরিজ হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের শেষ ম্যাচ শেষে অবসরের কারণ ব্যাখ্যা করেন ডি কক। তিনি বলেন,  ‘আমার এই সিদ্ধান্তের ওপর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রভাবকে অস্বীকার করবো না। আমি মূলত নিজের আনুগত্য বজায় রাখার চেষ্টা করি। আমি মনে করি জাতীয় দলকে সত্যিই বেশ ভালোভাবে উপস্থাপন করেছি। কিন্ত টি-টোয়েন্টিতে প্রচুর অর্থ রয়েছে।

বিজ্ঞাপন
ছেলেরা সেটা পেতে চায় এবং যে কোনো মানুষ সেটাই চাইবে।’ এর আগে ২০২১ সালে টেস্ট থেকে অবসর নেন ডি কক। আর এবার বিদায় জানালেন ওয়ানডেকে। তবে টি-টোয়েন্টি চালিয়ে যাবেন তিনি। ডি কক বলেন, ‘আমি মনেহয় আরও পাঁচ বছর আগেই এমন সিদ্ধান্ত নিতাম। যখন থেকে পুরোদমে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট শুরু হয়েছিল। কিন্ত এখন যেহেতু আমি ক্যারিয়ারের শেষ দিকে এসেছি। তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে একসময় ক্যারিয়ারকেই বিদায় জানিয়ে দিবো। এরপর এক বছরের বিরতি নিয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাবো।’  ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার জার্সিতে ওয়ানডে অভিষেক হয় ডি ককের।  এখন পর্যন্ত এই ফরম্যাটে ১৪৫ ওয়ানডেতে ৪৪.৭৫ গড়ে এই বাঁহাতি ব্যাটারের সংগ্রহ  ৬ হাজার ১৭৬ রান করেছেন ডি কক। ওয়ানডেতে ১৭টি সেঞ্চুরি, ও ৩০টি হাফ সেঞ্চুরিও রয়েছে। ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার অধিনায়কও ছিলেন তিনি।


 

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status