বাংলারজমিন
দিরাইয়ে মাদ্রাসা শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবারসুনামগঞ্জের দিরাইয়ে চাচা ও চাচাতো ভাইদের হামলায় নিহত মাদ্রাসা শিক্ষার্থী এমরান হোসেন (১২) খুনের ঘটনার প্রধান অভিযুক্ত আবুল খায়েরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আবুল খায়ের উপজেলার টংগর গ্রামের মৃত দিয়ানত উদ্দিনের ছেলে ও নিহত মাদ্রাসা শিক্ষার্থীর চাচা। গত সোমবার রাত সাড়ে ১০টায় জেলার জগন্নাথপুর উপজেলার সামারগাঁও গ্রামের এডভোকেট আবুল কাশেমের বাড়ি হতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গত ১১ই সেপ্টেম্বর টংগর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে আবুল খায়ের ও তাদের লোকজন নিহত মাদ্রাসা শিক্ষার্থীর বাড়িতে হামলা করে। সংঘর্ষে উভয়পক্ষের ৬ জন আহত হয়। গুরুতর আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ই সেপ্টেম্বর বিকালে মারা যান মাদ্রাসা শিক্ষার্থী এমরান হোসেন। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, এ ঘটনায় নিহত এমরান হোসেনের পিতা আবুল কাশেম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। প্রধান আসামি আবুল খায়েরকে গ্রেপ্তার করে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।