বাংলারজমিন
‘দমন-পীড়ন বন্ধ করে রাজনীতির সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনুন’
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার
বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বিএনপি’র নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন বন্ধ করে রাজনীতির সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। তিনি গতকাল দুপুরে ধোবাউড়া ও হালুয়াঘাটে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেপ্তার, হয়রানির বিষয়ে পৃথক পৃথক মতবিনিময় কালে প্রশাসনের প্রতি এই আহ্বান জানান। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, গত কয়েকদিনে ধোবাউড়া-হালুয়াঘাটের বিশজন নেতাকর্মীকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করেছে পুলিশ। বাড়িতে বাড়িতে হামলা চালিয়ে হয়রানি করা হচ্ছে। সাধারণ নিরীহ মানুষও হয়রানির শিকার হচ্ছেন। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। তিনি বলেন, দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে সরকার আন্দোলনের ভয়ে ভীত। আন্দোলন নস্যাৎ করতে তারা বিএনপি’র ওপর সাঁড়াশি আক্রমণ চালাচ্ছে। মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে তৃণমূলের নেতাকর্মী, সমর্থকদের বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার ও হয়রানি করছে, তাদের পরিবার-পরিজনের সঙ্গে অসৌজন্য আচরণ করছে। দেশ আজ চরম সংকটে, আন্তর্জাতিকভাবেও সংকটে পড়েছে দেশ, দেশে গণতন্ত্র নেই, দমন-পীড়ন দিয়ে ব্যর্থ এই সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে অপব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে।
ধোবাউড়া বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জেলা বিএনপি’র সদস্য আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, আবুল কাশেম ডলার, ফরিদ আল রাজি কমল, নয়ন মণ্ডল, মাহমুদুল হাসান সোহাগ, ফরহাদ আল-রাজী এবং হালুয়াঘাট পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জেলা বিএনপি নেতা আসলাম মিয়া বাবুল, আরফান আলী, হোসনে আরা নীলু, রফিকুল ইসলাম, আবদুস সাত্তার, আবদুল মোতালেব প্রমুখ উপস্থিত ছিলেন।
।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]