রাজনীতি
নৌকায় ভোট চেয়ে গণসংযোগ
স্টাফ রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:০৯ পূর্বাহ্ন

আওয়ামী লীগের টানা তিন মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে গণসংযোগের করছেন ঢাকা-৫ আসনের প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লার জেষ্ঠ্যপুত্র আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল। তিনি ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
মঙ্গলবার বিকালে ঢাকা-৫ নির্বাচনী এলাকার যাত্রাবাড়ি থানাধীন ধলপুর কমিউনিটির সামনে থেকে আনুষ্ঠানিকভাবে ৪৮,৪৯ ও ৫০ নং ওয়ার্ডে সরকারের উন্নয়ন,শোভাযাত্রা ও নৌকায় ভোট চেয়ে গণসংযোগ শুরু করেছেন তিনি। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মশিউর রহমান মোল্লা সজল বলেন, আজকে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে, পছন্দ হচ্ছে না শুধু বিএনপি-জামায়াতের। তাই দেশবিরোধী শক্তি বিএনপি-জামায়াত আজকে আমাদের নেত্রীর বিরুদ্ধে দেশে-বিদেশে নানা ধরনের ষড়যন্ত্র শুরু করেছে।
তিনি বলেন, আপনারা জানেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সকল ধর্ম-বর্ণের মানুষ নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে, দেশের উন্নয়ন হয়, এগিয়ে যায়। কেবলমাত্র আওয়ামী লীগ সরকারের আমলে ঘরে ঘরে বিদ্যুৎ দেয়া হয়েছে, গৃহহীনদের জন্য থাকার ঘর নির্মাণ করে দেয়া হয়েছে, আজকে পদ্মাসেতু-মেট্টোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকায় হানিফ ফ্লাইওভার, তেজগাঁও-মগবাজার-মালিবাগ ফ্লাইওভার, কমলাপুর-শাহজাহানপুর ফ্লাইওভারসহ বহুসংখ্যক ছোট-বড় ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে।
তিনি বলেন, এক পদ্মা সেতু দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলাকে সড়ক পথে ঢাকা এবং অন্যান্য জেলার সঙ্গে সরাসরি সংযুক্ত করেছে। এই সেতুর ফলে দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধি বেড়েছে, কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, কৃষক ফসলের ন্যায্যমূল্য পাচ্ছে। আজকে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশজুড়ে যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন আর উন্নয়ন।
আজকে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা-৫ আসনে নৌকার সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল।
এ সময় ৬৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাসুদুর রহমান মোল্লা বাবুল, ৬৯নং ওয়ার্ড কাউন্সিলর সালাহউদ্দিন,৭০নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আতিকুর রহমান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারহানা ইসলাম কুয়াশা ও মাহফুজা আক্তার হিমেল, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মোল্লা শ্যামল ও কৌশিক আহমেদ জসিম, ৬৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো: সোহেল খান, সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ৪৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী শরীফ উদ্দিন ও জাহিদুল কবির রাজু, ৪৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও মো: নজরুল ইসলাম বাবু, ঢাকা মহানগর দক্ষিণ কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক হাছান মাহমুদ অপুসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
।মন্তব্য করুন
রাজনীতি থেকে আরও পড়ুন
রাজনীতি সর্বাধিক পঠিত
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা/ যে কোনো সময় আসতে পারে সিদ্ধান্ত, নানা আলোচনা
১৫ দিনের লাগাতার কর্মসূচি/ পাঁচ বিভাগে রোডমার্চ, ঢাকায় ১২টি সমাবেশ ও কনভেনশন করার ঘোষণা বিএনপির

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]