ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৮ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ৮ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

খেলা

ক্ষমা চাইলেন শানাকা

স্পোর্টস ডেস্ক

(৪ দিন আগে) ১৮ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ৩:০৯ অপরাহ্ন

mzamin

এশিয়া কাপের ফাইনালে বিন্দুমাত্র লড়াই করতে পারেনি শ্রীলঙ্কা। ভারতের মোকাবিলায় লজ্জাজনকভাবে হেরেছে ৬ বারের শিরোপাজয়ীরা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামভর্তি সমর্থকদের সামনে এমন হারের পর ক্ষমা চাইলেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। 

রোববার ৫০ ওভারের এশিয়া কাপ ফাইনালে মাত্র ১৫.২ ওভারেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। সবকটি উইকেট হারিয়ে লঙ্কানরা রান তোলে ৫০। যা এশিয়া কাপে কোনো দলের সর্বনিম্ন সংগ্রহের রেকর্ড। স্বল্প রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬.১ ওভারে ১০ উইকেটের জয় তুলে নেয় ভারত। ম্যাচ শেষে শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা বলেন, ‘যারা আমাদের সমর্থন জানাতে এসেছিলেন, তাদের ধন্যবাদ জানাতে চাই। আপনাদের হতাশ করার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। ক্রিকেটার হিসেবে আপনাদের আমরা ভালোবাসি।’ 

ভারতের প্রশংসা করে শানাকা বলেন, ‘উঁচু মানের খেলা প্রদর্শনের জন্য ভারতকে অভিনন্দন জানাই। (মোহাম্মদ) সিরাজ দুর্দান্ত বোলিং করেছে।

বিজ্ঞাপন
তাকে কৃতিত্ব দিতেই হয়। সে ম্যাচের গতি পাল্টে দিয়েছে।’ এশিয়া কাপের ফাইনালে ৭ ওভারে মাত্র ২১ রানের খরচায় ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা হন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ।  

কলম্বোয় টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমেছিল শ্রীলঙ্কা। অধিনায়ক শানাকার ভাষ্য, বৃষ্টির কারণে তাদের পরিকল্পনা ভেস্তে যায়। তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম ব্যাটারদের জন্য এটা ভালো পিচ। তবে বৃষ্টি বড় ভূমিকা রেখেছে। কঠিন একটি দিন পার করলাম। যদিও আমাদের চেষ্টাটা আরো ভালো হতে পারতো। আমাদের কৌশল আরো শক্তিশালী হওয়া উচিত ছিল।’

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status