অনলাইন
ভারত থেকে ৪ কোটি ডিম আমদানির অনুমতি
অনলাইন ডেস্ক
(৬ দিন আগে) ১৮ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ২:২৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

বাজার নিয়ন্ত্রণে আনতে ভারত থেকে চার কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা হায়দার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৪ই সেপ্টেম্বর সচিবালয়ে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের দাম নিয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী আলু, ডিম ও দেশি পেঁয়াজের মূল্য নির্ধারণের কথা জানান। নির্ধারিত দামে পণ্যগুলো বিক্রি না করলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলে ঘোষণা দেন মন্ত্রী। বাণিজ্য মন্ত্রণালয় প্রতিটি ডিমের সর্বোচ্চ খুচরা মূল্য ১২ টাকা নির্ধারণ করেছিল। এরপরও দাম নিয়ন্ত্রণে না এলে নীতিগতভাবে ডিম আমদানির সিদ্ধান্ত হয়েছিল।
ডিম আমদানির অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো- মেসার্স মীম এন্টারপ্রাইজ, প্রাইম এনার্জি ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লাইয়ার্স, টাইগার ট্রেডিং, অর্নব ট্রেডিং লিমিটেড। প্রতিটি প্রতিষ্ঠানকে এক কোটি করে মোট ৪ কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার।
পাঠকের মতামত
খুবই ভালো খবর। কমপক্ষে ৪ কোটি টাকা লাভের ব্যবস্হা হলো। ভারতের টাইগার সিনেমাটা জনগনের বার বার দেখা উচিত।
ডিম আমদানি না করে সততা আমদানি করেন পরকালে কাজে লাগবে।