বাংলারজমিন
বাকেরগঞ্জে পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের মধ্যে বাক্ প্রতিবন্ধীকে নির্যাতন
বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
(৬ দিন আগে) ১৮ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ১:১৫ অপরাহ্ন
বরিশালের বাকেরগঞ্জে পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের মধ্যে আটকিয়ে মনির হোসেন নামে এক বাক্ প্রতিবন্ধী যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনে তার তিনটি দাঁত পড়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশ থেতলে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে বাকেরগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের সিএন্ডবি সড়ক সংলগ্ন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাব স্টেশনের মধ্যে। সাব স্টেশনের পার্শ্ববর্তী বসবাসরত প্রত্যক্ষদর্শী রিনা বেগম জানান, সাব স্টেশনের পাশেই মনিরের ঘর।
তার আঙিনায় থাকা সবজি গাছ সাব স্টেশনের দেয়ালে বেয়ে ওঠায় তা কেটে ফেলে বিদ্যুৎ অফিসের লোকজন। মনির এ বিষয় সাব-স্টেশনে থাকা কর্মীদের কাছে গাছ কাটার কারণ জানতে চাইলে কথাকাটাকাটির একপর্যায় স্টেশনে থাকা লাইনম্যান রিয়াজের নেতৃত্বে ৪-৫ জন তাকে রুমের মধ্যে নিয়ে যায়। এরপর চলে অমানুষিক নির্যাতন। মনিরের চিৎকার শুনে তার কিশোরী মেয়ে বাবাকে বাঁচাতে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন আহত মনিরকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে মনিরের আহত হওয়ার খবর এলাকায় ছডিয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী সাব-স্টেশনের চারপাশ ঘিরে রাখে। পরে পৌরসভার ৬ নং ওয়ার্ড কমিশনার মোকলেছুর রহমান সঠিক বিচারের আশ্বাস দিলে তার জিম্মায় পল্লী বিদ্যুৎ কর্মীদের ছেড়ে দেয় এলাকাবাসী।
এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।