ঢাকা, ১৩ অক্টোবর ২০২৪, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৯ রবিউস সানি ১৪৪৬ হিঃ

খেলা

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের ৮ম শিরোপা জিতলো ভারত

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৩:০৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

mzamin

একপেশে ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতলো ভারত। এশিয়া কাপে এটা তাদের ৮ম শিরোপা। এই টুর্মামেন্টে এটাই সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড। শ্রীলঙ্কার দেওয়া মাত্র ৫১ রানের লক্ষ্য ৬.১ ওভারেই টপকে যায় রোহিত শর্মার দল। 

৫০ রানে গুটিয়ে গেলো শ্রীলঙ্কা

সিরাজ ঝড়ের পর হার্দিক পান্ডিয়ার তোপে এশিয়া কাপের ফাইনালে ৫০ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা। মোহাম্মদ সিরাজের ছয় উইকেটের পর পান্ডিয়া নিয়েছেন তিন উইকেট। ভারতের এই দুই বোলারের বোলিং তোপে স্বাগতিকরা গুটিয়ে গেছে ১৫.২ ওভারে। শ্রীলঙ্কার পক্ষে কুশল মেন্ডিস সর্বোচ্চ ১৭ রান করেন।

শ্রীলঙ্কার শেষ ভরসা কুশল মেন্ডিসও বিদায় নিলেন। হন্তারক সেই সিরাজ। এটা তার ষষ্ট উইকেট। ৩৩ রানে ৭ উইকেট হারালো লঙ্কানরা। 

সিরাজের আগুনে পুড়ছে শ্রীলঙ্কা 

১০ বলের মধ্যে ৫ উইকেট নিলেন সিরাজ। এবার তার শিকার লঙ্কান অধিনায়ক দাশুন শানাকা।১২ রানে ৬ উইকেট হারালো শ্রীলঙ্কা 

এক ওভারে সিরাজের ৪ উইকেট, বিপর্যয়ে শ্রীলঙ্কা 

বুমরাহ ফিরিয়েছিলেন কুশল পেরেরাকে। এরপর ইনিংসের চতুর্থ ওভারেই একাই ৪ লঙ্কান ব্যাটারকে ফিরিয়ে দিলেন মোহাম্মদ সিরাজ। প্রথমে নিশাংকা, এরপর আসালাংকা ও সামারাবিক্রমা এই পেসারের শিকার হয়ে ফেরেন। এরপর শেষ বলে ধনাঞ্জয়া ডি সিলভাকে ফিরিয়ে দেন সিরাজ। ১২ রানে ৫ উইকেট হারিয়ে রীতিমতো বিপর্যয়ে পড়েছে শ্রীলঙ্কা। 

খেলা শুরু হতেই উইকেট হারালো শ্রীলঙ্কা 

বৃষ্টিতে এশিয়া কাপ ফাইনাল শুরুর হয়েছে ৪০ মিনিট দেরীতে। তবে খেলা শুরু হতেই ইনিংসের তৃতীয় বলে ওপেনার কুশল পেরেরাকে হারায় শ্রীলঙ্কা। ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহর বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। 

টসের পরই বৃষ্টি, ফাইনাল শুরু হতে বিলম্ব 

টসে হেরে বোলিংয়ে ভারত

এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি ভারত। শিরোপার লড়াইয়ে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। 

শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিশঙ্ক, কুশাল পেরেরা, কুশাল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেল্লালেগে, দুশান হেমন্থ, প্রমোদ মাদুশান এবং মাথিশা পাথিরানা। 

ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটরক্ষক), ইশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব এবং মোহাম্মদ সিরাজ।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

বিবিসি’র বিশেষ প্রতিনিধির চোখে/ বাংলাদেশের জন্য ভারত ‘মাইন্ড ব্লক’

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status