খেলা
রোনালদোর শটের আঘাতে টালমাটাল ক্যামেরাম্যান
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:২৫ অপরাহ্ন
ফ্রি-কিকে সবচেয়ে দ্রুতগতির শটটি কার? ক্রীড়া পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ‘স্পোর্ট কোটস অ্যান্ড ফ্যাক্টস’-এর তথ্য মতে, সবচেয়ে গতিময় ফ্রি-কিক শটটি নিয়েছিলেন সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার রনি হেবেরসন। ঘণ্টায় ১৩০.৫ মাইল গতির ফ্রি কিক নিয়ে রেকর্ডটি গড়েছিলেন তিনি। তবে আল নাসর-আল রায়েদ ম্যাচের জনৈক ক্যামেরাম্যানের উত্তরটা হতে পারে, ক্রিস্টিয়ানো রোনালদো। শনিবার রাতে পর্তুগিজ তারকার ফ্রি কিক শটের আঘাতেই যে টালমাটাল হয়েছিলেন তিনি।
আন্তর্জাতিক বিরতি শেষে সৌদি আরবে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। শনিবার সৌদি প্রো লীগে আল নাসর এফসির হয়ে ম্যাচও খেলেন পাঁচবারের বর্ষসেরা। কিং আব্দুল্লাহ স্পোর্ট সিটি স্টেডিয়ামে আল রায়েদের বিপক্ষে সেই ম্যাচেই রোনালদোর জোরালো ফ্রি কিক আঘাত হানে জনৈক ক্যামেরাম্যানের মাথায়। আল রায়েদের ডি-বক্সের ডান কোণায় ফ্রি কিক পায় আল নাসর। কোনাকুণি শটে জাল খুঁজে নেয়ার চেষ্টা করেছিলেন রোনালদো। তবে পোস্টের সামান্য বাইরে দিয়ে গিয়ে বল আঘাত হানে বারের ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা ক্যামেরাম্যানের মাথায়। রোনালদোর জোরালো শটের আঘাতে কিছুক্ষণের জন্য শারীরিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন সেই ক্যামেরাম্যান। ক্রেনের মাধ্যমে ক্যামেরা নিয়ন্ত্রণ করা ছেড়ে নিজেকে সামলাতেই ব্যস্ত থাকেন তিনি। শেষে রাগের বশে মাটিতে পড়ে থাকা কিছু একটাতে লাথিও মারেন।
অনাকাঙ্ক্ষিত এই ঘটনার ম্যাচে জয় পেয়েছে আল নাসর। আল রায়েদকে হারিয়েছে ৩-১ গোলে। গোল পান রোনালদোও। ম্যাচের ৪৫+১তম মিনিটে সেনেগালিজ ফরোয়ার্ড সাদিও মানের গোলে এগিয়ে যায় আল নাসর এফসি। ৪৯তম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার তালিস্কা ব্যবধান বাড়ান। ৭৮তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই গোলে সৌদি প্রো লীগের চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতা বনে যান পর্তুগিজ সুপারস্টার। ৫ ম্যাচে এখন পর্যন্ত ৭ গোল রোনালদোর। সমান ৬ গোল নিয়ে আল হিলাল এফসির অ্যারাবিয়ান ফুটবলার সালেম আলদাওসারির সঙ্গে যৌথভাবে দুইয়ে রোনালদোর ক্লাব সতীর্থ সাদিও মানে। অ্যাসিস্টের সংখ্যাতেও রোনালদো সবার উপরে। ৫ ম্যাচে সতীর্থদের দিয়ে ৪টি গোল করিয়েছেন তিনি। রোনালদোর গোলের পর ৮৯তম মিনিটে সফল স্পটকিকে এক গোল শোধ করে আল রায়েদ। গোলটি করেন মরোক্কান মিডফিল্ডার মোহামেদ ফাওজায়ার।
৬ ম্যাচে ৪ জয় ও ২ হারে ১২ পয়েন্ট নিয়ে প্রো লীগ টেবিলের ৬ নম্বরে অবস্থান করছে রোনালদো-মানেদের আল নাসর এফসি। ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে নেইমারের আল হিলাল এফসি। ১৫তম স্থানে থাকা আল রায়েদের পয়েন্ট ৪।