খেলা
বার্সা কোচ জাভির চোখে ৫ গোলের জয়ও ‘পারফেক্ট’ নয়
স্পোর্টস ডেস্ক
(১১ মাস আগে) ১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ১২:৫৭ অপরাহ্ন
আন্তর্জাতিক বিরতি শেষে বিধ্বংসী পারফরম্যান্সে মাঠে ফিরলো বার্সেলোনা। একচেটিয়া আধিপত্যে উড়িয়ে দিলো রিয়াল বেতিসকে। রোববার রাতে অলিম্পিক লুইস কোম্পানিস স্টেডিয়ামে লা লিগার ম্যাচে ৫-০ গোলের বড় জয় পায় ব্লাউগ্রানা। খেলোয়াড়দের অনন্য পারফরম্যান্সে খুশি হলেও সেটিকে ‘পারফেক্ট’ মানতে নারাজ বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ।
ম্যাচের ২৫তম মিনিটে সদ্য যোগ দেয়া পর্তুগিজ ফরোয়ার্ড হোয়াও ফেলিক্সের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্লাউগ্রানাদের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি। ৬২তম মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তরেস স্কোরলাইন ৩-০ করেন। ৬৬তম মিনিটে স্কোরশিটে নাম তোলেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা। ৮১তম মিনিটে আরেক পর্তুগিজ তারকা হোয়াও কানসেলোর গোলে ৫-০ গোলের জয় নিশ্চিত করে বার্সেলোনা।
পুরো ম্যাচে ৬৬ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের গোলবারের উদ্দেশ্যে ১৭টি শট নেয় বার্সেলোনা। যার মধ্যে লক্ষ্যে ছিল ৯টি শট। বিপরীতে মাত্র ৩৪ শতাংশ বল দখলে রাখা রিয়াল বেতিস ১১টি শটের ২টি লক্ষ্যে রাখতে সমর্থ্য হয়। ডোমিনেটিভ ফুটবল খেললেও নিজেদের উন্নতির জায়গা দেখছেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি এটাকে পারফেক্ট পারফরম্যান্স বলতে পারি না। আমাদের আরো উন্নতি করার সুযোগ আছে।’
তবে দলের জয়ে আনন্দ প্রকাশ করেন জাভি। তিনি বলেন, ‘আমরা দুর্দান্ত একটি ম্যাচ খেললাম। আমি ছেলেদের খেলায় সন্তুষ্ট। আমি আনন্দিত, অনেক ভালো লাগছে।’
এই জয়ে রিয়াল মাদ্রিদকে টপকে লা লিগা টেবিলের শীর্ষে উঠেছে বার্সেলোনা। ৫ ম্যাচে ৪ জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট ব্লাউগ্রানাদের। ৪ ম্যাচে ৪ জয়ে পূর্ণ ১২ পয়েন্ট দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের। ৭ পয়েন্ট নিয়ে টেবিলের নয় নম্বরে রিয়াল বেতিস।