ঢাকা, ২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ রজব ১৪৪৬ হিঃ

খেলা

বড় হার মেসিবিহীন মায়ামির

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ১২:১৪ অপরাহ্ন

mzamin

আন্তর্জাতিক বিরতির কারণে স্পোর্টিং কেসির বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে খেলতে পারেননি লিওনেল মেসি। সেই ম্যাচে অবশ্য জয় পায় ‘হেরন’রা। তবে চোটাগ্রস্ত মেসিকে ছাড়া সবশেষ আটলান্টা ইউনাইটেডের কাছে বিধ্বস্ত হয় মায়ামি। আজ ভোরে মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে মেজর লীগ সকারের (এমএলএস) ম্যাচে স্বাগতিক আটলান্টার কাছে ৫-২ গোলে হারে ইন্টার মায়ামি। 

লিওনেল মেসি যোগ দেয়ার পর গত দুই মাসে ১২ ম্যাচের মধ্যে এটি ইন্টার মায়ামির প্রথম হার। আগের ১১ ম্যাচে ১০টি জিতেছে ‘পিংক লেড’রা। একটি ড্র। প্রতিপক্ষের মাঠে ম্যাচের ২৫তম মিনিটে লিওনার্দো কাম্পানার গোলে অবশ্য প্রথম লিডটা ইন্টার মায়ামিই নিয়েছিল। ৩৬তম মিনিটে ফরাসি মিডফিল্ডার ট্রিস্টান মুয়াম্বার গোলে সমতা টানে আটলান্টা ইউনাইটেড। ৪১তম মিনিটে নিজেদের ভুলে পিছিয়ে যায় ইন্টার মায়ামি। আটলান্টার আক্রমণ ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়ে দেন মায়ামির কানাডিয়ান ডিফেন্ডার কামাল মিলার। ৪৪তম মিনিটে স্কোরলাইন ৩-১ করেন আটলান্টার মার্কিন ডিফেন্ডার ব্রুকস লেনন। ৫৩তম মিনিটে সফল স্পটকিকে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান কমান মায়ামির ইকুয়েডরিয়ান ফরোয়ার্ড কাম্পানা। ৭৬তম মিনিটে গ্রীক ফরোয়ার্ড জিওরগসের গোলে আবারো ব্যবধান বাড়িয়ে নেয় আটলান্টা। আর ৮৯তম মিনিটে মার্কিন উইঙ্গার টাইলর উলফের গোলে ৫-২ গোলের জয় নিশ্চিত করে আটলান্টা ইউনাইটেড।  

আটলান্টা ইউনাইটেডের কাছে হারে ২৭ ম্যাচে ৯ জয়, ৪ ড্র এবং ১৫ হার নিয়ে ১৫ দলের তালিকায় ১৪ নম্বরে আছে ইন্টার মায়ামি। তাদের নিচে শুধু এফসি টরন্টো। দলটির পয়েন্ট ২৫। আটলান্টার বিপক্ষে হারে প্লে-অফ অবস্থানের সঙ্গেও ব্যবধানটা আরো বাড়লো ইন্টার মায়ামির। ৯ নম্বরে থাকা ডিসি ইউনাইটেডের ৩৭ পয়েন্ট। ৩৪ ম্যাচের মৌসুমে এমএলএসের প্লে-অফের জন্য কোয়ালিফাই হয় শীর্ষ ৯ দল। অর্থাৎ, ৭ ম্যাচ হাতে থাকা ইন্টার মায়ামির আগামী মৌসুমের প্লে-অফ খেলতে প্রয়োজনীয় পয়েন্ট অর্জন বেশ কঠিনই। 

খেলা থেকে আরও পড়ুন

Bangladesh Army

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status