খেলা
অক্ষরের বদলি ওয়াশিংটন!
স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবার
আজ এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। এই ম্যাচের আগে দলের সঙ্গে যুক্ত করা হয়েছে অফ স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে। বাহাতি স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেলের চোট থাকায় সতর্কতা হিসেবে উড়িয়ে নেওয়া হয়েছে তাকে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী গত শুক্রবার সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে থ্রো করার সময় হাতে আঘাত লাগে অক্ষরের। যদিও স্ক্যানে কোনো ফ্রাকশ্চার পাওয়া যায়নি। তবে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি বোধ করেন অক্ষর। এটাই বাড়তি চিন্তা ভারতের টিম ম্যানেজমেন্টের। ১ মাসের কম সময় পর ঘরের মাঠে বিশ্বকাপ খেলবে ভারত। ফলে এখন কাউকে নিয়েই ঝুঁকি নিতে চাচ্ছে না দলটি। এ কারণেই বাড়তি সতর্কতার অংশ হিসেবে সুন্দরকে দলে ডাকা হয়েছে।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন
খেলা সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]