খেলা
‘বাদ নয় মোস্তাফিজকে বিশ্রাম দেয়া হয়েছিল’
স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবার
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করে বাংলাদেশ। সেই ম্যাচ খেলেছিলেন মোস্তাফিজুর রহমান। এরপর গ্রুপপর্ব এবং সুপার ফোরের তিন ম্যাচে একাদশেই সুযোগ হয়নি কাটার মাস্টারের। গুঞ্জন শুরু হয়, মোস্তাফিজকে কি তাহলে বাদ দেয় হলো? সবশেষ ভারতের বিপক্ষে ম্যাচে দ্য ফিজের দুর্দান্ত বোলিংয়ের পর টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে বললেন, বাদ নয়, তাকে বিশ্রাম দেয়া হয়েছিল।
গ্রুপপর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ৩ ওভার বোলিং করার সুযোগ পেয়েছিলেন মোস্তাফিজ। ১২ রান দিয়ে পাননি কোনো উইকেট। সেই ম্যাচে ২০তম ওভারের পর মোস্তাফিজকে আর বোলিংয়ে আনেননি অধিনায়ক সাকিব আল হাসান। এরপর গ্রুপপর্বে আফগানিস্তান ম্যাচ, সুপার ফোরে শ্রীলঙ্কা এবং পাকিস্তান ম্যাচের একাদশে সুযোগ হয়নি মোস্তাফিজের। ভারতের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে ফের একাদশে ফেরানো হলো অভিজ্ঞ এই পেসারকে। সেই ম্যাচে আলো ছড়ানো পারফরম্যান্স দেখান দ্য ফিজ। ম্যাচ শেষে মোস্তাফিজকে নিয়ে কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘মোস্তাফিককে কখনো বাদ দেয়া হয়েছিল, বিষয়টা তা নয়।