রাজনীতি
সংসদ ভেঙে দিন, নির্বাচন কমিশন বিলুপ্ত করুন: ফখরুল
কাজী সুমন, রংপুর থেকে
(২ সপ্তাহ আগে) ১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ১২:০৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩৭ অপরাহ্ন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দাবি একটাই- এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়। তাই বিনীত অনুরোধ করবো এখনই সংসদ ভেঙে দিন। দলীয় লোক দিয়ে গঠিত নির্বাচন কমিশন বিলুপ্ত করুন।
শনিবার রংপুর জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে তারুণ্যের রোডমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
মির্জা ফখরুল বলেন, এর আগে শফিউল আলম প্রধান বলেছিলেন- '১৪ সালে কুত্তা মার্কা নির্বাচন হয়েছে। কারণ তখন ভোটকেন্দ্রে শুধুমাত্র কুকুর ছিল। সুতরাং আমরা সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছি এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়।
তিনি বলেন, সরকার বলছে তাদের অধীনে আগে নির্বাচন সুষ্ঠু হয়েছে এবার সুষ্ঠু হবে। কিন্তু আমরা দেখেছি এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি।
তিনি আরো বলেন, বিচার ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। আদালতে গেলে জামিন দেয়া হয় না বিরোধী আন্দোলনকারী দলগুলোকে।
বিএনপি'র মহাসচিব বলেন, এই আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন করতে পারি তাহলে আমরা একটি জাতীয় সরকার গঠন করবো।
তিনি বলেন, আজকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমাদের এক দফা দাবি যদি মানা না হয় তাহলে লক্ষ লক্ষ তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাব। তাই এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না।
রংপুর থেকে বিএনপি'র তারুণ্যের রোডমার্চ শুরু
প্রধান অতিথির বক্তব্য শেষে দিনাজপুরের উদ্দেশ্যে রোডমার্চ শুরুর ঘোষণা করেন বিএনপি মহাসচিব। এরপর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও স্থানীয় বিএনপির হাজার হাজার নেতাকর্মী ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেলের বহর নিয়ে রোডমার্চ শুরু করেন।
।
পাঠকের মতামত
আনদোলনের এই মুহূর্তে এসে সংসদ ভেঙে দেওয়া ও নির্বাচন কমিশন বাতিল করার দাবি মোটেও যুক্তি যুক্ত নয়। এখন দাবিতো ১টা। ধন্যবাদ।
সংসদ ভেংগে বিএনপির পছন্দের সাদেক আলী টাইপের কাউকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করে আগামী সংসদ নির্বাচন এ কমপক্ষে ২৯৯ টি আসন বিএনপি জামায়াত জোট কে দিয়ে দিলেই বিএনপি পাচ পায়ে নাচতে নাচতে নির্বাচন এ যাবে। আর যে দল ৬০-৬৫% জনসমর্থন নিয়ে বসে আছে তারা বিএনপি জামায়াত কে কোলে নিয়ে নাচতে থাকবে। বোকার স্বর্গ এর বোকারাও মনে হয় বিএনপির মত অত বোকা না।
কাজি সাহেব ( Kazi sb), ১৯৯৬ সালে শেখ হাসিনা যার কাছে ক্ষমতা ছাড়ার জন্য ১৮০ দিন হরতাল করেছিল, তার নিকট ক্ষমতা ছাড়বে।
পৃথিবীর মধ্যে সবচেয়ে জটিল অপারেশন স্বৈরাচারী থেকে গদি আলাদা করা।
কাজি সাহেব, রাষ্ট্রপতি তো আছেন। তিনি ঠিক করবেন।
রাজনীতি করি না । কিন্ত পৌরনীতি নিয়ে বিএ পাশ করেছিলাম। যা পড়েছিলাম, একটি দেশকে অভিভাবক ছাড়া ছেড়ে দেওয়ার অর্থ হল বিদেশীদের জন্য দখল সহজ করা । অভিভাবক হীন এক মুহূর্তের জন্য ও কোন দেশ চলে না । অভিজ্ঞ রাজনীতিবিদ ব্যাখ্যা দেন নি কার হাতে দেশ ছাড়বে সরকার।
মন্তব্য করুন
রাজনীতি থেকে আরও পড়ুন
রাজনীতি সর্বাধিক পঠিত
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা/ যে কোনো সময় আসতে পারে সিদ্ধান্ত, নানা আলোচনা
১৫ দিনের লাগাতার কর্মসূচি/ পাঁচ বিভাগে রোডমার্চ, ঢাকায় ১২টি সমাবেশ ও কনভেনশন করার ঘোষণা বিএনপির

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]