ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ৯ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

কার্ডে লেখা আবাসিক হোটেল, কিন্তু আড়ালে...

ইমরান আলী
১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবারmzamin

এক দোকানি মিরপুর ১০-এ ফুটপাথে চশমার দোকান সাজাচ্ছিলেন। তবে তিনি খুব বিরক্ত। কারণ পুরো জায়গাটি ভরে গেছে ভিজিটিং কার্ডে। নানান রঙয়ের কার্ড। পরিষ্কার করতে করতে বললেন, দেখছেন কারবার? রোজ পরিষ্কার করি। সকালে এসে দেখি আবার জমে যায়। 

কার্ডগুলোতে দেখা গেল রহস্যজনকভাবে কিছু নামের সঙ্গে ‘ভাই’ শব্দটি  জুড়ে দেয়া তিনি বললেন কোন ‘ভাই’ এরা জানেন? খোঁজ নিয়ে দেখেন। ওই যে ওভারব্রিজ দেখছেন, সেখান থেকে সব ফেলে ওরা। 

দোকানির কথামতো ওভারব্রিজে গিয়ে দেখা মিললো অন্তত ১৮-২০ জন যুবকের। তাদের টার্গেট চলমান পথচারী। ওভারব্রিজে তারা এমনভাবে অবস্থান নিয়েছে যে, পথচারীদের হাঁটাই মুশকিল। কেউ কেউ সেসব যুবকের দেয়া কার্ড নিচ্ছেন।

বিজ্ঞাপন
কেউ বা বিরক্ত হয়ে গালি দিচ্ছেন। তবে তাতে কিছু আসে যায় না তাদের। কাউকে বা তারা জোর করে হাতে ধরিয়ে  দিচ্ছে কার্ডগুলো। 

এমন কিছু কার্ড নিয়ে দেখা গেল বিষয়টা আসলেই রহস্যজনক। সেসব কার্ডে ‘সিফাত ভাই’, ‘রবি ভাই’, ‘স্বাধীন ভাই’, ‘তুষার ভাই’, ‘চান্দ ভাই’ ‘মাটি ভাই’, ‘শান্ত ভাই’ এমন আরও হরেক নাম বড় করে লেখা। নিচে লেখা আবাসিক হোটেল। এসি/নন এসি। তাতে যুক্ত করা দুটা বা একটা মোবাইল নম্বর। ছোট্ট করে হোটেল কক্ষের ছবি। কোনোটায় গোলাপফুল বা ইন্টারনেট থেকে নামানো মেয়ের ছবিও দেয়া। কিন্তু সেসব হোটেল বা গেস্ট হাউজের কোনো ঠিকানা উল্লেখ নেই। শুধু লেখা এলাকার নাম। কোনোটায় লেখা থাকে- আসার আগে ফোন দিন। 

কার্ডের সূত্র ধরে এক নম্বরে ফোন দেয়া হলে  বললেন, কতোদূর আছেন? তিনি ফোনে ডিরেকশনও দিলেন। বললেন, সোজা কাজীপাড়া বরাবর হাঁটতে থাকুন। মেট্রোরেলের পিলারের (পিলারের নম্বর দিয়ে) কাছে আসুন। তার কথামতো সেখানে গেলে আগে থেকেই প্রস্তুত থাকা কয়েকজন পিছু নেয়। কার্ডের নম্বরওয়ালা সে লোক পুনরায় ফোনে বললেন, এই যে একটু ডানের বিল্ডিংয়ের দিকে তাকান। তিনি  জানালা দিয়ে হাত ইশারা করছেন। পৌঁছতেই ঘিরে ধরলো অন্তত ছয়-সাতজন। তারা বললেন,  ভাইয়ের কাছে যাবেন? আসেন। উপরে গেলে সেই কথিত ‘ভাই’ প্রশ্ন করলেন, কেমন বয়সী মেয়ে চান? স্কুল-কলেজ-ভার্সিটি বা যে শহরের চান সব আছে। বলেই তিনি পেছনে তাকাতে বললেন। ১৫-২০ জন নানান বয়সী মেয়ে সেখানে বসে আছে। সরাসরি অফার করে বসলেন তিনি। চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে। চাইলে সারারাত থাকতে পারবেন। এমন আরও অফারই তিনি করলেন।   

জানতে চাওয়া হলো- প্রকাশ্যে আবাসিক হোটেলের কথা বলে এগুলো অসামাজিক কাজ চালাচ্ছেন। কেউ বাধা দেয় না? কার এত ক্ষমতা। ‘বড় ভাই’ আছে না? তবে তারা তাদের সেই ‘বড় ভাইয়ের’ নাম বললেন না। তাদের ভাষ্যমতে, সবই নাকি ম্যানেজ করা থাকে।  তবে কার্ডে এসব ‘ভাই’দের আসল নাম দেয়া থাকে না। এরা প্রকৃতপক্ষে যৌনকর্মীদের দালাল। এভাবে হোটেলের কথা বলে যৌনকর্মীদের কাছে নিয়ে যায়। কখনো বা সরাসরি অফার করে বাসায় সাপ্লাই দেয়ারও। 

কার্ডে কেন হোটেলের ঠিকানা দেয়া থাকে না?  বললেন, ঠিকানার দরকার পড়ে না। নিজেরাই গিয়ে নিয়ে আসি কাস্টমারদের। 

মিরপুর ১০-এর ওভারব্রিজের সেসব যুবকদের কাছে জানতে চাওয়া হয়েছিল, তাদের কেউ বাধা দেয় কিনা। বাবর নামের একজন বললেন, কে বাধা দেবে? বাবর যখন কথাগুলো বলছিলেন তখন আরও পাঁচ-ছয়জন এসে ক্ষিপ্ত হয় এই প্রতিবেদকের ওপর। এখান থেকে যান বলছি। ডিস্টার্ব করবেন না। তাদের দাপট সত্যি বেশ ভয়ঙ্কর। জুটে গেল আরও জন দশেক তরুণ। সঙ্গে সঙ্গে আরেকজন এসে তাদের অভয় দিতে থাকলো। এইখানে তোদের কেউ কিছু বলবে না। নির্ভয়ে কার্ড দিয়ে যা। তার কথা মতো বাবর ও কয়েকজন মিলে কার্ডগুলো ওভারব্রিজের দেয়ালে সাজাতে লাগলেন। এই কাজে ১০-১৫ বছর বয়সী কিশোরও রয়েছে। অনেক যুবক ঢাকায় এসে এসব কার্ড বিলির কাজে যুক্ত হয়ে পড়ে। 
এদেরই একজন জানান, কার্ড বিলির বিনিময়ে দিনে চার-পাঁচশ টাকা পান জনপ্রতি। অসুবিধা হলে শেল্টার দেয় বড় ‘ভাই’য়েরা। 

এসব কার্ডে যাদের নাম উল্লেখ করা থাকে তারা মূলত দালাল। এই দালালদের যারা নিয়ন্ত্রণ করেন তাদের নাম কেউ প্রকাশ করে না।  

মিরপুর ১০, ১, ২ ওভারব্রিজ, ফুটপাথ বা মূল সড়কে চলমান গাড়িতে যারা কার্ড দেয়ার কাজ করে তাদের কয়েকজনের ভাষ্যমতে, এসব এলাকায় বেশকিছু হোটেলে দেহ ব্যবসা চলে, কখনো কখনো বাসাবাড়ি ভাড়া নিয়েও। 
এদের কার্ড দেয়া এবং এসব অসামাজিক কার্যকলাপে বিরক্ত পথচারী, দোকানি, স্থানীয় বাসিন্দারাও। একজন ফুল ব্যবসায়ী বললেন, মাঝেমধ্যে খুব লজ্জায় পড়তে হয়। বাসের এক যাত্রী ক্ষোভ নিয়ে বললেন, ছেলে-মেয়েদের নিয়ে যখন এসব পথে আসি তখন খুব দ্রুত চলে যাই। চোখ সরিয়ে নেই। তারা শরীর বরাবর কার্ড ছুড়ে। ছেলে-মেয়ের গায়েও কার্ড এসে পড়ে। 

এমন কার্ড ছুড়ে দেয়া বা কার্ড পড়ে থাকতে দেখা যায় ঢাকার বিভিন্ন এলাকায়। গত বৃহস্পতিবার মিরপুর-১০, মিরপুর-২, মিরপুর-১, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, মোহাম্মদপুর, মগবাজার কাওরান বাজার, ফার্মগেট এলাকাতেও দেখা গেল একই চিত্র। গলি থেকে মূল সড়কে ছড়িয়ে-ছিটিয়ে কার্ড পড়ে রয়েছে। ঠিকানাবিহীন এসব কার্ডে যোগাযোগের মাধ্যম শুধু মোবাইল নম্বর। কেউ কল দিলে তারাই রাস্তা চিনিয়ে নিয়ে যায়। নজর কলেজ, বিশ্ববিদ্যালয়পড়ুয়া, গার্মেন্টকর্মী, বেকার যুবকদের ওপর। আগে এই দেহ ব্যবসার প্রচারণা আড়ালে চললেও এখন কোনো রাখঢাক নেই। কখনো বা যৌনকর্মীরা মুখে মাস্ক বা বোরকা পরে নিজেরাই এসব ভিজিটিং কার্ড বিলি করে। 
এ বিষয়ে জানতে চাওয়া হয় রাজধানীর দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার পিপিএম-এর কাছে। তিনি  বলেন, এটা আসলে খুবই বিব্রতকর একটা বিষয়। আমরা স্পেসিফিক নিউজ পেলে  আইনগত ব্যবস্থা নেই। এসব ব্যাপারে কোনো ছাড় দেই না। শুধু এটা কেন, সবদিক দিয়েই। মাদক বলেন বা অন্য যেকোনো কিছু, আমরা ব্যবস্থা নেই।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, আমরা অবশ্যই চাই এগুলো বন্ধ হোক। কারণ সামাজিক দৃষ্টিকোণ থেকে এটা অনেক খারাপ। প্রতিনিয়ত চেষ্টা করি রোধের। আইনের কঠোরতা দরকার।  প্রতিনিয়ত মনিটরিং করি। আমরা পেলেই ধরি। যখনই এ ধরনের খবর পাই আমরা আইনগত ব্যবস্থা নেই। তবে আশেপাশে হোটেলগুলোতে এ ধরনের অসামাজিক কার্যকলাপের অভিযোগ আমরা পাইনি। আমরা অভিযান চালাই। তবে ১০ নম্বর ফুটওভার ব্রিজে মাঝে মাঝে এসব হয়। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়।

পাঠকের মতামত

ঢাকা শহরে এই ব্যবসাটি অত্যন্ত কঠোর হস্তে দমন করেছিলেন এডভোকেট সাহারা খাতুন। বিগত ২ বছর থেকে এই ব্যবসায়ীরা আবার খুবই জোরেশোরে ব্যবসায় নেমেছে। যাত্রাবাড়ি এলাকায় নির্বিঘ্নে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে “হোটেল নিউ পপুলার আবাসিক”। এই হোটেলি শুধু মিনি পতিতালয় নর, মাদক কারবারী, সেবনকারীদের এক নিরাপদ আখড়া।

Muhammed Nuruzzaman
১৮ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ৮:১৮ অপরাহ্ন

এতো অপরাধ সংঘটিত হলেও আমাদের সরকার এবং আইন-শৃংখলা বাহিনীর সেদিকে নজর দেয়ার সময় নেই। তারা ব্যস্ত আছে শুধু বিরোধী দল বা মতের মানুষদেরকে দমানোর কাজে। এগুলোকে এখন এই দেশের মানুষ অপরাধ বা অনিয়ম মনে করে না বরং এগুলোই এখন নিয়ম।

শওকত আলী
১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৯:১৮ অপরাহ্ন

পুলিশের কাছে অভিযোগ দিয়ে কোন লাভ নেই। পুলিশ এবং গড ফাদার রা নিয়মিত ভাবে এদের থেকে বখরা নেই।

মোঃ আব্দুল মান্নান
১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ১:৩২ পূর্বাহ্ন

আসলেই কি কলেজ/ভার্সিটির মেয়ে পাওয়া যায়? নাকি মানুষ কে ঠকানোর জন্য দালালরা বলে থাকে।

Siponalam
১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৯:৩১ অপরাহ্ন

ইউনিভার্সিটি থেকে আসার সময় একদিন ১০ এর ওভারব্রিজ দিয়ে উঠে রাস্তার এ পাশে এসেছিলাম। তারপর থেকে আর কোনদিন উঠার ইচ্ছা হয়নি। খুবই জঘন্য অবস্থা

দীপ্ত
১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৩:৩৮ অপরাহ্ন

সমাজের অবক্ষয় ভাবিয়ে তুলেছে সবাইকে। মিরপুর নিয়ে লেখা হলেও এই চিত্র এখন সমস্ত ঢাকার ফুটপাতের কমন চিত্র। পৃথিবীর আর কোনো দেশে এমন চিত্র আছে বলে মনে হয়না। পুলিশের সহযোগিতা ছাড়া এমন অনৈতিক ব্যাবসা পরিচালনা করা অসম্ভব। দু'জন পুলিশ কর্মকর্তার ভাষ্য অনুযায়ী কোনো ভুক্তভোগী অভিযোগ দিলে তারা ব্যাবস্থা নিতে পারেন। সমাজের পরিবেশ সুষ্ঠু এবং নির্বিঘ্ন রাখতে হলে পুলিশের কাছে অভিযোগ কেনো করতে হবে?এটাতো পুলিশের রুটিন দায়িত্বের মধ্যে পড়ে। এভাবে যদি সবাই দায়িত্ব এড়িয়ে চলা শুরু করে তাহলে সমাজের এক বীভৎস রূপ সামনের দিনগুলোতে সকলকেই গ্রাস করবে।

Md Helal uddin Bhuiy
১৫ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ১১:৫১ অপরাহ্ন

দেখা হয় নাই চক্ষু মেলিয়া, থানা থেকে দুই পা ফেলিয়া।

আজিজ
১৫ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ১১:৪৩ অপরাহ্ন

প্রশাসন সহ সবাই কে অনুরোধ করবো এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। কারণ এদের খপ্পরে পড়ে আমার আপনার সবার সন্তান খারাপ পথে চলে যেতে পারে।

মো: মোশারফ হোসেন
১৫ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ১১:৩৫ অপরাহ্ন

ওনারা মানে আমাদের পুলিশ স্যারেরা অভিযোগ না পেলে চোখের সামনে দেখেও অপরাধীদের কিছু বলেন না। হাজার হলেও দোস্তের সাথে দোস্তের ভাব থাকবেনা তাকি হয় ?

ফেরারি বিবেক
১৫ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ৬:১৮ অপরাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

আবদুল্লাহপুর ও যাত্রাবাড়ীতে বিএনপি’র সমাবেশ/ পদত্যাগ করে দেশের মানুষকে রেহাই দেন

১০

সিলেটের আদালতে মামলা, থানায় জিডি/ ঢাকায় জমিতে বিনিয়োগ করে নিঃস্ব সোহেল

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status