ঢাকা, ৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ২০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ২০ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

খেলা

‘ব্যাক টু ব্যাক ফাইনাল খেলা বিশেষ কিছু’

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবারmzamin

এশিয়া কাপের সবশেষ আসরের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। এবারও ফাইনালে পৌঁছালো লঙ্কানরা। মহাদেশীয় টুর্নামেন্টে ‘ব্যাক টু ব্যাক’ ফাইনাল খেলার সুযোগ পাওয়াকে বিশেষ কিছু বলছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।
২০২২ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয় শ্রীলঙ্কা। সেবার পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় লঙ্কানরা। এবার সুপার ফোরে পাকিস্তানকে হারিয়েই ফাইনালে পৌঁছালো শ্রীলঙ্কা। ম্যাচ শেষে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেন, ‘টানা দুই আসরের ফাইনাল খেলতে পেরে বিশেষ অনুভূত হচ্ছে। স্টেডিয়ামে উপস্থিত দর্শকের সমর্থনের জন্য ধন্যবাদ।’
বৃহস্পতিবার কলম্বোয় বৃষ্টিবিঘ্নিত ৪২ ওভারের ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৫২ রান তোলে পাকিস্তান। স্বল্প টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেনি শ্রীলঙ্কা। দলীয় ২০ রানে হারায় প্রথম উইকেট। ১৭ রানে সাজঘরে ফেরেন কুশাল পেরেরা।

বিজ্ঞাপন
দলীয় ৭৭ রানে দ্বিতীয় উইকেট হিসেবে সাজঘরে ফেরেন আরেক ওপেনার পাথুম নিশঙ্ক (২৯)। এরপর ১০০ রানের জুটি গড়েন সাদিরা সামারাবিক্রমা ও কুশাল মেন্ডিস। সামারাবিক্রমা ৪৮ রানে আউট হলে ভাঙে এই জুটি। মেন্ডিস ফেরেন ৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলে। তবে এই ব্যাটার আউট হওয়ার পর কিছুটা চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। এরপর বাকি কাজটা সারেন চারিথ আসালাঙ্কা। ৪৭ বলে ৪৯ রানের ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন তিনি। ম্যাচ শেষে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেন, ‘প্রথম ১০ ওভারে বেশ কয়েকটি উইকেট হারিয়ে ফেলি আমরা। তবে কুশাল ও সাদিরা দুর্দান্ত খেলেছে। আমি মনে করি, শ্রীলঙ্কার স্কোয়াডে সবচেয়ে ভালো স্পিন খেলা ব্যাটার তারা। আর চারিথ (আসালাঙ্কা) অসাধারণ ব্যাটিং দেখিয়েছে।’

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status