খেলা
চোট কাটিয়ে ডাগআউটে ফিরলেন গার্দিওলা
স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবার
পিঠের তীব্র ব্যথার কারণে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করিয়েছিলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। নিজ দেশ স্পেনে অস্ত্রোপচার করার সেখানেই পুনর্বাসন প্রক্রিয়া চলছিল তার। এবার সুস্থ হয়ে সিটিজেন শিবিরে যোগ দিয়েছেন গার্দিওলা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তার দলে ফেরার ব্যাপারে নিশ্চিত করে সিটি। চার সেকেন্ডের ভিডিওতে গার্দিওলাকে সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায়। ইতিমধ্যে অনুশীলনের দায়িত্ব নিয়েছেন তিনি। আজ আন্তর্জাতিক বিরতি শেষে ওয়েস্টহ্যামের মুখোমুখি হবে সিটি। এই ম্যাচ দিয়েই ডাগআউটে ফেরার কথা রয়েছে গার্দিওলার। অস্ত্রোপচারের কারণে সিটিজেনদের হয়ে দুটি ম্যাচে ডাগআউটে ছিলেন না গার্দিওলা। তার অনুপস্থিতিতে এই দুই ম্যাচে হেড কোচের দায়িত্বে ছিলেন সহকারী কোচ হুয়ানমা লিলো। দুই মে থেকে পূর্ণ ছয় পয়েন্ট পেয়েছে সিটিজেনরা। এরপর গত ৪ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলের বিরতি চলায় সেভাবে গার্দিওলার অভাব বোধ করেনি ম্যানসিটি। নিজ দেশ স্পেনের বার্সেলোনা শহরে পিঠে অস্ত্রোপচার করান গার্দিওলা। সফল অস্ত্রোপচারের পর এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছিল ম্যান সিটি। এরপর ১ মাস ধরে চলা পুনর্বাসন প্রক্রিয়া শেষে ৫২ বছর বয়সী গার্দিওলা সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দেন। ডাগআউটে ফেরার ম্যাচে বেশ কঠিন প্রতিপক্ষই পাচ্ছেন গার্দিওলা। ডেভিড ময়েসের অধীনে এবার মৌসুমের শুরু থেকেই রুণ ফুটবল খেলছে ওয়েস্টহ্যাম। এ মৌসুমে তারা বেশ কিছু দারুণ সাইনিংও করেছে। ফলে ফেরার ম্যাচ দারুণ চ্যালেঞ্জ অপেক্ষা করছে গার্দিওলার জন্য। গত মৌসুমে ট্রেবল জয়ী ম্যানসিটি এবারও শুরু থেকে দারুণ ছন্দে আছে। ইংলিশ প্রিমিয়ার লীগে এখন পর্যন্ত ৪ ম্যাচে শতভাগ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে দলটি।