খেলা
পাকিস্তানের পেসারকে নিলো চট্টগ্রাম
স্পোর্টস রিপোর্টার
১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবার
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আগামী আসরের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। তবে এখন থেকেই পরের আসরের তোড়জোড় শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তারই ধারাবাহিকতায় বিপিএলের আসন্ন আসরের জন্য দল গোছানোর কাজ অনেকটাই এগিয়ে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সরাসরি চুক্তিতে পাকিস্তানের উদীয়মান পেসার মোহাম্মদ হাসনাইনকে দলে টেনেছে তারা। গতকাল নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে বিষয়টি জানিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ২৩ বছর বয়সী হাসনাইন আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে অভিজ্ঞতায় বেশ সমৃদ্ধ। ডানহাতি এই পেসারের আন্তর্জাতিক অভিষেক হয়েছে আরও চার বছর আগে ২০১৯ সালে। ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করেছেন মোট ৩৬ ম্যাচে। তাতে তার উইকেট সংখ্যা ৩৭টি। চলতি বছরের জানুয়ারিতে পাকিস্তানের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন হাসনাইন।