রাজনীতি
এবি পার্টির সংহতি সভায় বক্তারা
ড. ইউনূসের মত গুণীজনেরাও শাস্তি পাচ্ছে
স্টাফ রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ১৪ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৯:২১ অপরাহ্ন
উদ্দেশ্য প্রণোদিতভাবে স্বৈরাচারী সরকার শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস, শহীদুল আলম ও আদিলুর রহমান খানের মত গুণীজনদের বিচারিক হয়রানি চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন দেশবরেণ্য লেখক, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদেরা। তারা বলেন, রাষ্ট্রীয় মদদে অর্থ পাচারকারীরা করছে মাস্তি, আর ড. ইউনূসের মত গুণীজনেরা পাচ্ছে শাস্তি!
বৃহস্পতিবার এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি) আয়োজিত সংহতি সমাবেশে এ অভিযোগ করেন তারা। অব্যাহত রাজনৈতিক নিপীড়ন, মিথ্যা মামলা, গুণীজন ও মানবাধিকার কর্মীদের বিচারিক হয়রানীর প্রতিবাদে বিকেল ৩টায় রাজধানীর বিজয়নগরস্থ এবি মিলনায়তনে এই সংহতি সভার আয়োজন করা হয়।
আলোকচিত্রী ড. শহীদুল আলম বলেন, ক্ষমতাসীনরা কখনো চায়না কেউ তার অপকর্মের বিরুদ্ধে দাঁড়াক। আদিলুর রহমানের অপরাধ কি? মানবাধিকার নিয়ে কথা বলায়, গুম, খুনের বিরুদ্ধে কথা বলায় আজ তাকে জেলে ঢোকানোর ব্যবস্থা হলো। আমাকে জেলে দেয়া হয় মিথ্যা হয়রানিমূলক মামলায়। আজ পাঁচ বছরেও আমার বিরুদ্ধে তারা কোন তথ্য-প্রমান আদালতে হাজির করতে পারেনি। আজ আমার বিরুদ্ধে, ড. ইউনূসের বিরুদ্ধে বা আদিলুর রহমানের বিরুদ্ধে কেন এতো হয়রানি। কারণ আমরা প্রশ্ন করি। সরকার কেন এগুলো করছে? কারণ তারা অবৈধ সরকার, ভোট চুরি আর জালিয়াতি করে ক্ষমতায় আছে।
বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ প্রফেসর ড. মোজাহেরুল হক বলেন, আজ বাংলাদেশে মানবাধিকার ভূলুণ্ঠিত। কিন্তু কেউ কথা বলছে না।
এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুু বলেন, নানাভাবে আজ সারাদেশের গুণীজনদের বিচারিক হয়রানি করা হচ্ছে। আজ দেশের প্রখ্যাত মানবাধিকার সংস্থার ‘অধিকার’ সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও নাসিরউদ্দীন এলানের বিরুদ্ধে অবৈধভাবে জেল জরিমানা করা হয়েছে। আমরা আজকের এই সভা থেকে এই বিচারিক হয়রানির তীব্র নিন্দা জানাই। ড. ইউনূস ও বিখ্যাত আলোকচিত্র শিল্পী ড. শহীদুল আলমসহ সকল গুণীজনদের বিরুদ্ধে এই বিচারিক হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মায়ের ডাক এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি বলেন, গত ১৫ বছর ধরে চলমান ফ্যাসিবাদী সরকারের গুম, খুনের বিরুদ্ধে যারা প্রতিবাদ করছে, সরকারের আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে হ্যানস্তা করে চলেছে। কিন্তু বিচারের দাবীতে আমাদের প্রতিবাদ চালু জারী রাখতে হবে।
সভাপতির বক্তব্যে এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী বলেন, দেশের মানুষের অধিকার কেড়ে নিয়ে সরকার যে ফ্যাসিবাদ কায়েম করেছে তাতে নাগরিকদের কারও সম্মান আর রক্ষা হচ্ছেনা। জনবিচ্ছিন্ন হয়ে সরকার এখন ড. ইউনূসসহ গুণীজনদের বিরুদ্ধে একতরফা অনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে। জাতির জন্য এটা বড়ই হতাশার বিষয়। তিনি অবিলম্বে ড. ইউনূস, ড. শহীদুল আলম ও আদিলুর রহমান খানের মত গুণীজনদের বিচারিক হয়রানী বন্ধের দাবি জানান।
এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুহসিন রশীদ, গুম খুনের বিষয়ে ক্যাম্পেইন করা মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’র সংগঠক আফরোজা ইসলাম আঁখি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থনীতি বিষয়ক সমন্বয়ক দিদারুল ইসলাম ভূইয়া প্রমুখ।
মন্তব্য করুন
রাজনীতি থেকে আরও পড়ুন
রাজনীতি সর্বাধিক পঠিত
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা/ যে কোনো সময় আসতে পারে সিদ্ধান্ত, নানা আলোচনা
১৫ দিনের লাগাতার কর্মসূচি/ পাঁচ বিভাগে রোডমার্চ, ঢাকায় ১২টি সমাবেশ ও কনভেনশন করার ঘোষণা বিএনপির

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]