বিশ্বজমিন
আমি সবসময় রাশিয়ার সঙ্গে আছি: কিম
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৪:৩৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

রাশিয়ার প্রতি তার দেশ উত্তর কোরিয়ার সর্বাত্মক সমর্থন নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট কিম জং উন। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে চলমান অর্থনৈতিক ও কূটনৈতিক যুদ্ধের মধ্যে উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে পরম মিত্রতা ঘোষণা করলো। মঙ্গলবার রাশিয়ার দূরপ্রাচ্যের আমুর অঞ্চলে সফরে গিয়েছেন কিম। সেখানে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি সাক্ষাত করেন।
আরটি জানিয়েছে, বুধবার দুই নেতা নানা ইস্যুতে আলোচনা ও নতুন চুক্তির বিষয়ে দর কষাকষি করেছেন। এর আগে কিম জং উন বলেন, আধিপত্যবাদী শক্তিগুলোর হাত থেকে নিজের সার্বভৌমত্বকে রক্ষার পবিত্র যুদ্ধে নেমেছে রাশিয়া। আমরা সবসময় সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার সঙ্গে আছি। পুতিন ও কিম এরপর নিজেদের মধ্যে দীর্ঘ একান্ত বৈঠক করেন।
মার্কিন কর্মকর্তারা বারবার অভিযোগ করে আসছেন যে, মূলত রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করতেই কিমের এই সফর আয়োজন করা হয়েছে। যদিও রাশিয়া ও কোরিয়া কারও পক্ষ থেকেই অস্ত্র বিক্রির বিষয়ে প্রকাশ্যে আগ্রহ প্রকাশ করতে দেখা যায়নি। এর আগে গত জুলাই মাসে পিয়ংইয়ং সফর করেছিলেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু।