ঢাকা, ৪ অক্টোবর ২০২৩, বুধবার, ১৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

আল জাজিরার প্রতিবেদন

ড. ইউনূসকে 'হয়রানির' কারণ কি?

মানবজমিন ডিজিটাল

(৩ সপ্তাহ আগে) ১১ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ৮:৩০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৪৪ অপরাহ্ন

mzamin

বিশ্লেষকরা বলছেন শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষোভের কারণ হতে পারে প্রায় ১৫ বছর আগে করা তার এক "কৌশলগত ভুল"। বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী হিসেবে নিজ জনপ্রিয়তার উপর ভর করে, ড. ইউনূস ২০০৭ সালে 'নাগরিক শক্তি' নামে নিজের রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। শীঘ্রই সাধারণ নির্বাচনের তদারকির জন্য তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাব্য নেতা হিসেবে তাকে মনে করা হয়েছিল। যদিও তিনি শীঘ্রই ওই পরিকল্পনাটি পরিত্যাগ করেছিলেন। কিন্তু, বিশেষজ্ঞদের মতে হাসিনা এবং তার দল আওয়ামী লীগ (এখনও) এই ধারণায় আটকে আছে যে সুপরিচিত পশ্চিমাদের এই বন্ধুটি প্রধানমন্ত্রী পদের জন্য সম্ভাব্য প্রার্থী হতে পারেন।

কাতার-ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরায় সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান সরকার এবং দেশটির সবচেয়ে বিশিষ্ট বেসরকারি নাগরিক ড. ইউনূসের মধ্যকার তিক্ত সম্পর্কের বিষয়ে সবাই অবগত। সরকার কর্তৃক ড. ইউনূসকে 'হয়রানি'র কারণ অনুসন্ধানে আল জাজিরা বেশ কয়েকজন বিশেষজ্ঞ-বিশ্লেষকের সাথে কথা বলেছে। যুক্তরাষ্ট্র-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক দ্য উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন, "অস্থির এক রাজনৈতিক সময়ে বর্ধিত সামরিক-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সাথে ইউনূসের নতুন রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত আওয়ামী লীগকে ভুল পথে নিয়ে গেছে। ইউনূস এবং তার সমর্থকরা বলবেন, তিনি দুর্নীতিগ্রস্ত, পরিবারতান্ত্রিক রাজনীতির বাইরে গিয়ে তৃতীয় একটি পন্থা প্রতিষ্ঠার চেষ্টা করছিলেন। কিন্তু শেখ হাসিনা সহ অন্যান্য আওয়ামী লীগ নেতারা বিষয়টি সেভাবে দেখেননি।”

আওয়ামী লীগ সরকার কর্তৃক ইউনূসকে "অপমান ও দুর্নাম করা" নতুন কিছু নয় মন্তব্য করে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের ডিস্টিংগুইশড প্রফেসর আলী রীয়াজ আল জাজিরাকে বলেন, "২০১১ সাল থেকেই এটি চলে আসছে। কিন্তু এখন তাকে দিয়ে একটি উদাহরণ তৈরির জন্য এর মাত্রা বাড়ানো হয়েছে৷ এটা করা হচ্ছে এই বার্তা পৌঁছাতে যে, তার মতো মাপের কোনো ব্যক্তি যদি নির্যাতিত হতে পারেন তবে অন্যদেরও নিজেদের ব্যাপারে ভীত হওয়া উচিত।" প্রফেসর রীয়াজ বলছিলেন, 'ভুল ধারণা থেকে জন্ম নেওয়া ভিত্তিহীন অভিযোগের কারণে' ইউনূসকে ক্ষমতাসীন দল অপছন্দ করে।

বিজ্ঞাপন
সেটি হলোঃ বাংলাদেশের বৃহত্তম সেতু নির্মাণের জন্য বিশ্বব্যাংকের ঋণ বাতিলের নেপথ্যে তিনি ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে বিচার বিভাগকে ব্যবহার করা বাংলাদেশের সরকারগুলোর জন্য সাধারণ একটি বিষয়  এবং কেউ যত বেশি সময় ক্ষমতায় থাকে, তার মধ্যে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার প্রবণতা ততোই বেশি হয়।

তবে, শেখ হাসিনার প্রাক্তন বিশেষ সহকারী শাহ আলী ফরহাদ আল জাজিরাকে বলেন, "যখনই তিনি (ইউনূস) দেখতে পান যে নিজের মতো কিছু হচ্ছে না, তখনই  প্রভাবশালী বন্ধুদের কাছ থেকে সাহায্য নেওয়ার এই অভ্যাস তার ছিল"। ২০১১ সালে গ্রামীণ ব্যাংকের নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের সময় তার পক্ষে মধ্যস্থতা করার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে তিনি অনুরোধ করার ফলে বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন থেকে সরে যায় বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হয়।

র‍্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং ভিসা পলিসি নিয়েও আলোচনা করা হয় আল জাজিরার প্রতিবেদনে। এ বিষয়ে ঢাকা-ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান আল জাজিরাকে বলেন, যেহেতু যুক্তরাষ্ট্রের পলিটিকাল এলিটদের সঙ্গে ইউনূসের ভালো সম্পর্ক রয়েছে, তাই আওয়ামী লীগ সরকার মনে করে যে, যুক্তরাষ্ট্রের গৃহীত সাম্প্রতিক পদক্ষেপগুলোর নেপথ্যে তিনি রয়েছেন। তিনি বলেন, ‘আমাদের ভুলে যাওয়া ঠিক হবে না যে, হাসিনা ও তার দল পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের ঋণ বাতিলের জন্য ইউনূসকে বারংবার অভিযুক্ত করেছে।

সাংবাদিক শায়ান এস খান বলেন, বাংলাদেশের শাসক দলগুলোর ক্ষেত্রে নির্বাচনের আগের বছর "অশান্ত হওয়াটা" স্বাভাবিক বিষয়। ঢাকায় ইউনূসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার বসাতে চায় আমেরিকা- দেশের গুজবের কারখানাগুলো এমন সব গল্প ছড়িয়ে বেড়াচ্ছে। নির্বাচনের ইস্যুটি এখনও অমীমাংসিত। এর ফলে যথেষ্ট অনিশ্চয়তার জন্ম হয়েছে। নিজে বিভ্রান্তিকর অবস্থায় থাকার কারণে সরকার সম্ভবত ভিত্তিহীন দাবিটি দেখতে ব্যর্থ হয়েছে।

পাঠকের মতামত

ডঃ ইউনুসকে সেলফি তোলে প্রমান করতে হচ্ছে না যে পশ্চিমারা তার বন্ধু! ঐখানে সেলফি খোরদের সাথে তার বিশাল পার্থক্য। আমরা জানি হিংসার অনলে হিংসুক পুড়ে, কিন্তু এখানে অবৈধ শক্তির জোরে প্রতিপক্ষকে পুড়াতে চাচ্ছে। অবৈধের পুড়াটা প্রতিদিনই অন্দরে বাহিরে দেশে বিদেশে দৈব স্পষ্ট করছে।

Nazma Mustafa
১২ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৪:৪১ পূর্বাহ্ন

আইন যা ভালো মনে করে তাই করবে শুধু শুধু ফাও পেচাল পাইরা লাভ নাই।

Nobody
১১ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ১০:১৬ অপরাহ্ন

রাজত্ব দানের মালিক আল্লাহ। তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন,যাকে ইচ্ছা রাজত্ব কেড়ে নিয়ে শাস্তি প্রদান করেন। মানুষ কেন এর বাইরে যেতে চায় পরকালের চিন্তা না করে।

srkhan
১১ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ১০:১৩ অপরাহ্ন

কাল বলে দিবে কালে কি হবে। বাড়াবাড়িতে কোন লাভ হবে না।

srkhan
১১ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ১০:০৯ অপরাহ্ন

আজ হোক কাল হোক সৎ , সজ্জ্বন , জ্ঞানী গুনিরাই ,দেশ চালাবে , তরুণ দের মধ্যে থেকে নেতৃত্ব বের করে আনতে হবে । হিংসা , বিদ্বেষের রাজনীতিকে বিদায় দিতে হবে ।

zakiul Islam
১১ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ৭:৪৬ অপরাহ্ন

সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে প্রফেসর ইউনুস যেন কখনো দেশের রাস্ট্রপতি বা প্রধান মন্ত্রী হতে না পারেন। তাই আদালতকে দিয়ে জেল খাটানো।

mamun
১১ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ৭:১৫ অপরাহ্ন

ডক্টর ইউনুস জাতীয় সরকারের প্রধান হিসেবে দেখতে চাই তাহলে দেশের হারানো ভাবমূর্তি ফিরে পাওয়া যাবে।

বাহাউদ্দীন বাবলু
১১ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ৫:০২ অপরাহ্ন

ইউনুস কোনো ধোয়া তুলশী পাতা নয়, তাকে ধরে এনে দেশের ক্ষমতায় বসানো টা যেমন অগণতান্ত্রিক তেমনি ওনাকে রাজনৈতিক ভাবে ক্ষমতায় আসাটাও অগণতান্ত্রিক কেননা ওনি পশ্চিমাদের মদদে রাজনৈতিক হাল ধরতে চান।

Toufiq umor
১১ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ৪:৫৮ অপরাহ্ন

ডঃ ইউনুসকে আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই। এতে দেশের হারানো ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের মর্যাদা উন্নতি হবে বলে আশা করি।

Saber ahmed
১১ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ৯:০১ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে শেখ হাসিনা/ সময় হয়ে গেছে, এতো কান্নাকাটি করে তো লাভ নেই

ভিসা নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী/ ছেলের ভিসা বাতিল করলে করবে

এমপি বাহারের আবেদনে সাড়া মেলেনি/ ঘরের বউকে ঘরে তুলতে বললেন আদালত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status