ঢাকা, ৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ২০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ২০ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

রাজনীতি

জিএম কাদেরকে সরকার প্রধান করলে দেশের মানুষ নিরাপদ থাকবে: আল মামুন

স্টাফ রিপোর্টার

(৩ সপ্তাহ আগে) ১১ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ৬:৩০ অপরাহ্ন

mzamin

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের একজন সৎ নেতা। তিনি সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলা, সরকারের দুর্নীতির বিরুদ্ধে কথা বলা সাহসী নেতা। আগামীদিনে বাংলাদেশে তার মত যোগ্য নেতাকে সরকার প্রধান করা হলে সকল দল ও মতের মানুষ, সাধারন মানুষ নিরাপদ থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় ছাত্র সমাজের সভাপতি মো. আল মামুন।

রোববার জামালপুর শহরে জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় ছাত্র সমাজ জামালপুর জেলার আহ্বায়ক শেফায়েত খান সুপ্তর সভাপতিত্বে সদস্য সচিব কাজী আকাশের পরিচালনায় প্রধান অতিথি আল মামুন আরও বলেন, বাংলাদেশের উন্নয়নের রুপকার পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ বাংলাদেশে যে উন্নয়ন করেছিলেন সে নামফলক আজ পরিবর্তন করে নতুন নামফলক বসিয়ে ইতিহাস বিকৃত করা হচ্ছে। এরশাদ এ দেশের ৬৪ জেলাসহ তার সময়ে প্রত্যেকটি উপজেলা করেছেন। উপজেলা ব্যবস্থার মাধ্যমে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করে তাদের মাধ্যমে স্থানীয় সরকারের ক্ষমতা বৃদ্ধি করেছিলেন। যা আজ ক্ষমতাহীন করে রাখা হয়েছে ।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ছাত্র সমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির জামালপুর জেলার সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, ছাত্র সমাজ কেন্দ্রীয় সহ সভাপতি এস এম সারোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক রিগান, সদস্য সচিব শরীফ মিয়া, ময়মনসিংহ জেলার আহ্বায়ক ইদ্রীস আলী শ্রাবন, কেন্দ্রীয় সদস্য তুষার প্রধান, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক সাফিন চৌধুরীসহ জামালপুর জেলা জাতীয় ছাত্র সমাজের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

   

রাজনীতি সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা/ যে কোনো সময় আসতে পারে সিদ্ধান্ত, নানা আলোচনা

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status