অনলাইন
সাবেক এমপি খুরশিদ আলম মারা গেছেন
অনলাইন ডেস্ক
(১ বছর আগে) ১০ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ১১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১২ পূর্বাহ্ন

লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য চৌধুরী খুরশিদ আলম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত দেড়টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খুরশিদ আলমের মামাতো ভাই লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল আজিম বাবর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্যরা জানান, রোববার দুপুর আড়াইটার দিকে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে জানাযা শেষে পৌর শহরের পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। খুরশিদ আলমের মৃত্যুতে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য (বর্তমান) নুরউদ্দিন চৌধুরী নয়ন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান গভীর শোক প্রকাশ করেছেন।