অনলাইন
কোভিড ভ্যাকসিনের কারণে হঠাৎ হার্ট অ্যাটাক? যা বলছে আইসিএমআর, এইমসের গবেষণা
মানবজমিন ডিজিটাল
(১৭ ঘন্টা আগে) ২ জুলাই ২০২৫, বুধবার, ৫:৪৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৩ পূর্বাহ্ন

ভারতের বিভিন্ন প্রান্তে হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যুর সঙ্গে কোভিড ভ্যাকসিনের কোনও যোগসূত্র নেই। স্পষ্ট জানিয়ে দিল দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ এবং দিল্লি এইমসের যৌথ রিপোর্ট বলছে, দেশের বিভিন্ন প্রান্তে যে অকালমৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, সেটার সঙ্গে কোভিড ভ্যাকসিনের কোনও যোগ নেই। এই ধরনের কোনও সংযোগ খোঁজার চেষ্টাও অবৈজ্ঞানিক। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে -'কোভিড-পরবর্তী প্রাপ্তবয়স্কদের মধ্যে আকস্মিক মৃত্যু নিয়ে আইসিএমআর (ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ) এবং এইমসের বিস্তৃত গবেষণায় চূড়ান্তভাবে কোভিড-১৯ টিকা এবং হৃদরোগে আকস্মিক মৃত্যুর মধ্যে কোনও যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি। আইসিএমআর এবং জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (NCDC)-এর গবেষণায় নিশ্চিত করা হয়েছে যে ভারতে কোভিড-১৯ টিকা নিরাপদ এবং কার্যকর, গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনা অত্যন্ত বিরল। 'বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে যে -জেনেটিক্স, জীবনধারা, পূর্ব-বিদ্যমান অবস্থা এবং কোভিড -পরবর্তী জটিলতা সহ বিভিন্ন কারণে হঠাৎ হৃদরোগে মৃত্যু ঘটতে পারে।
সম্প্রতি দেশকে নাড়িয়ে দেওয়া এমনই একটি আকস্মিক ঘটনা হল অভিনেত্রী শেফালি জারিওয়ালার মৃত্যু। তিনি গত সপ্তাহে মুম্বাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৪২ বছর। শেফালি জারিওয়ালার মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসকরা রক্তচাপ হঠাৎ কমে যাওয়াকে সন্দেহ করছেন। অভিনেত্রীর মৃত্যুতে কোনও ধরণের অস্বাভাবিকতার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে পুলিশ। একজন পুলিশ কর্মকর্তা বলেছেন -'আমরা ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছি। 'প্রাথমিক তদন্তে জানা গেছে যে শেফালি হয়তো হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন । পরে তার দেহ ময়নাতদন্তের জন্য জুহুর আর.এন. কুপার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ২০২০ সাল থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে বেশ কিছু তরুণের আকস্মিক মৃত্যু জনসাধারণের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। অনেকেই এর সঙ্গে কোভিড ভ্যাকসিনের সম্পর্ক রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের আশা , এই গবেষণাগুলোর জেরে সবরকমের জল্পনা-কল্পনার অবসান ঘটাবে।
সূত্র: হিন্দুস্থান টাইমস