অনলাইন
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার
(১৭ ঘন্টা আগে) ২ জুলাই ২০২৫, বুধবার, ৬:৩১ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে জ্যাকশন হাইটস প্রেট্রিয়টস অব বাংলাদেশ এ জুলাই স্পিরিট। গত মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটস এলাকায় স্থানীয় মসজিদে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এক দোয়ার আয়োজন করা হয়। এসময় প্রবাসী নেতৃবৃন্দ বলেন, আমরা লক্ষ লক্ষ প্রবাসীরা বিশ্বের কাছে বাংলাদেশ কে একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে দেখতে চাই। আমরা বৈষম্য চাই না। আমরা প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না। আমরা অগণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই না। আমরা ফ্যাসিবাদের দোসরদের ক্ষমতায় আর দেখতে চাই। আমার প্রবাসীরা ভারতীয় আগ্রাসন মুক্ত একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই। তাই আমরা আবারো বলতে চাই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশ-বিদেশের সকল বাংলাদেশী জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমরা প্রবাসীরা বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি অবিলম্বে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক আবদুস সবুর, এশিয়া মানবাধিকার সংস্থা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুক্তরাষ্ট্র শাখা) এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়া, উদয়ন কমিউনিটি অ্যাক্টিভিস্ট মো. জাবেদ, জাকির হাওলাদার, দেলওয়ার হোসেন শিপন, প্রেট্রিয়টস অব বাংলাদেশ এ জুলাই স্প্রীট এর চেয়ারম্যান আবদুল কাদের, ভাইস চেয়ারম্যান হাসান সিদ্দিক, এমডি মনিরুল ইসলাম মনির প্রমুখ।