অনলাইন
উত্তরসূরি রাখার ঘোষণা দালাই লামার, চীন বলছে অনুমোদন লাগবে
মানবজমিন ডিজিটাল
(১৭ ঘন্টা আগে) ২ জুলাই ২০২৫, বুধবার, ৬:০৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৪ পূর্বাহ্ন

আগামী ৬ জুলাই ৯০ বছরে পা দেবেন দলাই লামা। তার আগে তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামা নিশ্চিত করেছেন যে তাঁর মৃত্যুর পর একজন উত্তরসূরী থাকবেন। যার মাধ্যমে 'দলাই লামা’ প্রথার ধারাবাহিকতা বজায় থাকবে। তাঁর প্রয়াণের পরে তাঁর উত্তরসূরি কে হবে সেটা মনোনীত করবেন তিনি নিজেই । তাঁকে বলতে শোনা গিয়েছে, ”পরবর্তী দালাই লামার মনোনয়নের দায়িত্ব গাহদেন ফোড্রাং ট্রাস্টের হাতে থাকবে। এই প্রক্রিয়ায় বাইরের কাউকেই হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।” তিব্বতি ঐতিহ্য অনুসারে, দালাই লামারা মৃত্যুর পর "পুনর্জন্ম" লাভ করেন। কয়েক দশক আগে চীন তিব্বতকে নিজেদের অন্তর্ভুক্ত করার পর বর্তমান দালাই লামার তিব্বত থেকে নির্বাসন উত্তরাধিকার নির্বাচনকে অত্যন্ত বিতর্কিত বিষয় করে তুলেছে। ভারতের ধর্মশালা শহরে যেখানে তিনি থাকেন, সেখানে বহু প্রতীক্ষিত এই ঘোষণা শুনতে শত শত অনুসারী জড়ো হয়েছিলেন।
বর্তমান দালাই লামার এই ঘোষণা তিব্বতীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কারণ তাদের অনেকেই ভবিষ্যতে নেতৃত্ব শূন্য হয়ে পড়ার আশঙ্কা করছিলেন। বিশ্বজুড়ে যারা দালাই লামাকে অহিংসা, সহমর্মিতা ও চীনের শাসনের অধীনে তিব্বতের সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক হিসেবে দেখেন, তাদের কাছেও এই ঘোষণার গুরুত্ব অনেক। এদিকে চীন সরকার প্রতিক্রিয়া জানিয়ে বলেছে যে তারা একাই দালাই লামার উত্তরসূরি নির্বাচন করবে, এটি করতে গেলে কেন্দ্রীয় সরকারের অনুমোদন নিতে হবে। এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা বলেন যে দালাই লামার উত্তরসূরির জাতীয়তা কেবল তিব্বতের মধ্যেই সীমাবদ্ধ থাকার কথা নয়।
দালাই লামাদের বেশিরভাগই (এখনও পর্যন্ত ১৪ জন) তিব্বত থেকে এসেছেন (যা ১৯৫০ সাল থেকে চীনা নিয়ন্ত্রণে রয়েছে)। তিব্বতীদের বিশ্বাস অনুযায়ী, তেনজিন গিয়াতসো হলেন দলাই লামার ১৪তম পুনর্জন্ম। তিব্বতীদের বিশ্বাস, দালাই লামার মৃত্যু হলে তার আত্মা পুনর্জন্ম লাভ করে। সেই আত্মা নিয়ে যে শিশু তিব্বতে জন্ম নেয়, তাকে বিশেষ ধর্মীয় রীতিনীত অনুযায়ী খুঁজে নেন বৌদ্ধ ধর্মগুরুরা। চীন দালাই লামাকে একজন ‘বিদ্রোহী ও বিচ্ছিন্নতাবাদী’ বলে অভিযুক্ত করলেও আন্তর্জাতিকভাবে স্বীকৃত দালাই লামা নিজেকে ‘একজন সাধারণ বৌদ্ধ ভিক্ষু’ হিসেবে তুলে ধরেন।
সূত্র : বিবিসি