অনলাইন
বোয়িং আতঙ্ক জাপানে, এক লহমায় ২৬০০০ ফুট নিচে নামল বিমান
মানবজমিন ডিজিটাল
(১৯ ঘন্টা আগে) ২ জুলাই ২০২৫, বুধবার, ৩:৫৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৩ পূর্বাহ্ন

আহমেদাবাদের বিমান দুর্ঘটনার স্মৃতি এখনো টাটকা। এরই মাঝে ফের বোয়িং আতঙ্ক জাপানে। এক লহমায় ২৬০০০ ফুট নিচে নামলো জাপান এয়ারলাইন্সের বোয়িং বিমান। কপালজোরে শেষ মুহূর্তে চালকের দক্ষতায় রক্ষা পেল বিমানটি। সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, জাপান এয়ারলাইন্স এবং এর সহযোগী প্রতিষ্ঠান স্প্রিং জাপানের মধ্যে একটি কোড-শেয়ার চুক্তির অধীনে পরিচালিত বিমানটি মাঝ আকাশে যান্ত্রিক সমস্যার সম্মুখীন হওয়ার পর কানসাই বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
বিমানটিতে ১৯১ জন যাত্রী এবং ক্রু ছিলেন। বিমানটি ১০ মিনিটের মধ্যে প্রায় ৩৬,০০০ ফুট থেকে ১০,৫০০ ফুটেরও কম উচ্চতায় নেমে আসে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বায়ুর চাপের মাত্রা হঠাৎ পরিবর্তন হওয়ায় খুলে দেয়া হয় অক্সিজেন মাস্ক। সকল যাত্রীকে অক্সিজেন মাস্ক পরার নির্দেশ দেয়া হয় ক্রুদের তরফে।
অবতরণের পরপরই যাত্রীরা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, কয়েক সেকেন্ডের জন্য নিশ্চিত মৃত্যুর প্রমাদ গুনছিলেন তারা। একজন যাত্রী লিখেছেন, আমার শরীর এখানে আছে, কিন্তু আমার আত্মা এখনও এই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি। আমার পা এখনও কাঁপছে। যখন আপনি জীবন বা মৃত্যুর মুখোমুখি হন, তখন অন্য সবকিছু তুচ্ছ মনে হয়।
আরেকজন লিখেছেন, বিমানটি হঠাৎ করেই নিচে নামতে শুরু করে। মাত্র ২০ মিনিটের মধ্যে ৩,০০০ মিটার উচ্চতায় নেমে আসে। জরুরি ভিত্তিতে এরপর জাপানের ওসাকার কানসাই বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। এই ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গিয়েছে। ক্ষতিগ্রস্ত যাত্রী প্রতি ক্ষতিপূরণ হিসেবে ১৫,০০০ ইয়েন (৯৩ ডলার) দেয়া হয়েছে বিমান সংস্থার তরফে। মাঝ আকাশে কেন এই ঘটনা ঘটল সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
জরুরি অবতরণের সাথে সাথে বোয়িং ৭৩৭ সিরিজের বিমানটি বিশ্বব্যাপী অসংখ্য নিরাপত্তা সংক্রান্ত ঘটনার সম্মুখীন হয়েছে। গত বছর, দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় জেজু এয়ারের একটি বোয়িং ৭৩৭-৮০০ বিধ্বস্ত হয়। মোট ১৭৯ জন মারা যান, মাত্র দুইজন ক্রু সদস্য বেঁচে যান।
২০২২ সালের মার্চ মাসে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইট MY4735 দুর্ঘটনায়ও একই বোয়িং মডেল জড়িত ছিল, যেখানে ১৩২ জন আরোহীর সবাই মারা গিয়েছিল। একই রকম আরেকটি ঘটনায়, ১৪ জুন দিল্লি থেকে ভিয়েনাগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান মাঝ আকাশে ৯০০ ফুট নিচে নেমে যায়। ৯ ঘন্টা ৮ মিনিট উড্ডয়নের পর বোয়িং ৭৭৭ বিমানটি ভিয়েনায় নিরাপদে অবতরণ করে। তদন্তের ফলাফল না আসা পর্যন্ত উভয় পাইলটকেই বিমান থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমান সংস্থাটি। এর ঠিক দুই দিন আগে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হয় এবং উড্ডয়নের কয়েক মিনিট পরেই একজন ছাড়া বাকি সকলেই মারা যায়।
সূত্র : এনডিটিভি