ভারত
বিশ্ব অ্যাথলেটিক্সে সোনা জিতলেন নীরজ চোপড়া
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ২৮ আগস্ট ২০২৩, সোমবার, ১০:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:২৪ অপরাহ্ন

ঠাকুমার প্রশ্রয়ে ছেলেটি দুধের মাঠা, রুটি-ঘি-চিনি দিয়ে তৈরি চুরমা আর ডাল রুটি খেয়ে বারো বছরেই ওজন করে ফেলেছিলো নব্বই কেজি। ওবেসিটির দ্বারপ্রান্তে দাঁড়ানো সেই সেদিনের সেই কিশোরটিই পঁচিশ বছর বয়সে বিশ্বজয় করে ফেললো। রোববার মধ্যরাতে হাঙ্গেরির বুদাপেস্টে আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের নীরজ চোপড়া ৮৮.১৭ মিটার দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করে বিশ্বজয়ী হলেন। মধ্যরাত্রে ভারতীয় সূর্যোদয় হলো বুদাপেস্ট এর ন্যাশনাল অ্যাথলেটিক্স স্টেডিয়ামে। কদিন আগে ভারতীয় চন্দ্রযান চাঁদের মাটি স্পর্শ করে কৃতিত্ব গড়েছিল। রোববার মধ্যরাতে ভারতের সূর্য উঠলো বুদাপেস্টে। ২০২১ সালে ৭ই আগস্ট নীরজ অলিম্পিকে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছিলেন। আবার তিনি ইতিহাসকে ছুঁলেন। এর মাঝে অবশ্য এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসের খেতাব আছে নীরজের। সচরাচর প্রথম থ্রো তেই নীরজ বাজিমাত করে দেন। রোববারও তাঁর প্রথম থ্রো তেই ৮৮.৭০ মিটার ছুঁড়ে তিনি কৃতিত্বের অধিকারী হন। কিন্তু তাঁর প্রথম থ্রো টি ফাউল হয়ে যায়। এরপর দ্বিতীয় থ্রো তে তিনি সোনা জেতেন। হরিয়ানার পানিপথের খান্দরা গ্রামের ছেলেটি জ্যাভলিন কাকে বলে তা জানতেন না ১২-১৩ বছর বয়সের আগে। বাবা-মা ছেলেকে জগিং করতে পাঠাতেন বাড়ির পাশের শিবাজী স্টেডিয়ামে। সেখানেই নীরজের সঙ্গে দেখা হয় চ্যাম্পিয়ন জ্যাভলিন থ্রোয়ার জয় চৌধুরীর সঙ্গে। জয়ই তাঁকে জ্যাভলিনের জগতে নিয়ে আসেন। তারপর থেকে পিছনে ফিরে তাকাতে হয়নি। সুঠাম চেহারার এই সেনা অফিসার একটির পর একটি কীর্তি গড়েছেন। রোববার বুদাপেস্টে আরও দুই ভারতীয় নীরজের সঙ্গী ছিলেন। সেই দুজন পঞ্চম এবং ষষ্ঠ স্থান পান।