ঢাকা, ১৮ মে ২০২৪, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ জিলক্বদ ১৪৪৫ হিঃ

রাজনীতি

স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিন, এতে কোনো লজ্জা নেই : মঈন খান

স্টাফ রিপোর্টার

(৮ মাস আগে) ২৬ আগস্ট ২০২৩, শনিবার, ২:১৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৫২ পূর্বাহ্ন

mzamin

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সরকারের প্রতি অনুরোধ করবো আপনারা জনগণের প্রতি সম্মান প্রদর্শন করুন। আপনারা স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিন। এতে কোনো লজ্জা নেই। আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ হলে নাগরিক কণ্ঠ বাংলাদেশের ব্যানারে আয়োজিত গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রয়োগে নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা  বলেন তিনি।

তিনি বলেন, বর্তমান সরকার বিদেশে গণতন্ত্রের কথা বলে। মুখে গণতন্ত্র প্রচার করে। তারা বলে বাংলাদেশের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে এদেশের গণতন্ত্রকে শক্তিশালী করেছে। কিন্তু বিপজ্জনক হচ্ছে তারা মুখে বলে এটা কিন্তু কাজে করে সম্পূর্ণ উল্টোটা। তবে ভালো দিক হলো এই যে বাংলাদেশ সম্পর্কে মিথ্যাচার যেটা গত ১৪ বছর ধরে সারা বিশ্বে প্রচার করে বাংলাদেশকে গণতন্ত্রগামী দেশ হিসেবে একটা ফানুস তৈরি করেছিল আজকে সেই ফানুসটি ফুটে গিয়েছে। আজকে শুধু বাংলাদেশের ভিতরে না বাংলাদেশের বাইরে, শুধু আমেরিকা-ইউরোপ নয় পৃথিবীতে যে সকল প্রতিষ্ঠান আছে যারা মানবাধিকার নিয়ে কাজ করে তাদের সকলের কাছে স্পষ্ট হয়ে গেছে যে, বাংলাদেশে আর যাই থাকুক না কেন গণতন্ত্রের লেশমাত্র নেই।

মঈন খান বলেন, বর্তমান সরকার বন্দুকের জোরে ক্ষমতায় আছে। তারা এইভাবে ক্ষমতায় থেকে এদেশের মানুষের কল্যাণ সাধন করতে পারবে না।

বিজ্ঞাপন
আজকের আমরা যে আন্দোলন করছি এটা শুধু বিএনপি'র আন্দোলন নয়। এটা বাংলাদেশের মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাসী, যারা সৎ রাজনীতিতে বিশ্বাসী সে সকল মানুষের জন্য আমরা আন্দোলন করছি। বিএনপি একটি উদারনৈতিক শান্তিপ্রিয় রাজনৈতিক দল। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা গণতন্ত্র ফিরিয়ে আনব সম্পূর্ণ শান্তিপ্রিয় ও গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আমরা সহিংসতায় বিশ্বাস করি না, আমরা লগি-বইঠার রাজনীতিতে বিশ্বাস করি না। আজকের সরকার শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ক্ষমতা ছেড়েদিক এটাই বাংলাদেশের মানুষের ইচ্ছা। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন  ও সভাপতিত্ব করেন নাগরিক কণ্ঠের আহ্বায়ক সাংবাদিক মো. রমিজ খান।

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

   

রাজনীতি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status