রাজনীতি
সমমনাদের সঙ্গে বিএনপি'র বৈঠক
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাবো: বুলু
স্টাফ রিপোর্টার
(১১ মাস আগে) ১৬ মে ২০২৪, বৃহস্পতিবার, ৭:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৫০ অপরাহ্ন

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিএনপি'র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এনডিএমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে এ কথা জানান তিনি। বৈঠকে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও উপস্থিত ছিলেন।
বরকত উল্লাহ বুলু বলেন, দেশের ৬৩ রাজনৈতিক দল আমরা যে জায়গায় ছিলাম, সেখান থেকে আমরা আবার নতুন যাত্রা শুরু করছি। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা আমাদের আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাবো। সেই লক্ষ্যে আবার কীভাবে কর্মসূচি নেয়া যায়, সেটা পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে আমরা কোথায় কী কী কর্মসূচি নিতে পারি- সেবিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি।
এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, মহাসচিব মোমিনুল আমিন, উচ্চ পরিষদ সদস্য হুমায়ুন পারভেজ খান, ভাইস চেয়ারম্যান মো. ফারুক-উজ-জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম, দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনি।
পরে গণঅধিকার পরিষদের একাংশের সঙ্গে বৈঠক করেন বিএনপি'র লিয়াজোঁ কমিটির সদস্যরা। এতে গণঅধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মসিউজ্জামান, সদস্য সচিব ফারুক হাসান, দলটির নেতা ইঞ্জিনিয়ার এস ফাহিম, শিরীন আকতার, সাদ্দাম হোসেন, তারেক রহমান, আতাউল্লাহ, পাঠান আজহার, শেখ খায়রুল কবির উপস্থিত ছিলেন। এরপর বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন বিএনপি'র লিয়াজোঁ কমিটি।