ঢাকা, ৯ জুলাই ২০২৫, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ মহরম ১৪৪৭ হিঃ

রাজনীতি

যত দ্রুত দেশকে নির্বাচনের ট্র্যাকে উঠানো যাবে ততই মঙ্গল: ফখরুল

স্টাফ রিপোর্টার

(৬ ঘন্টা আগে) ৯ জুলাই ২০২৫, বুধবার, ৩:১০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:২২ অপরাহ্ন

mzamin

ফাইল ছবি

যত দ্রুত দেশকে নির্বাচনের ট্র্যাকে উঠানো যাবে ততই মঙ্গল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বুধবার রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক আব্দুল কুদ্দুস ও অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদকে দেখার পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

সকাল সাড়ে ১১টায় আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন অধ্যাপক আব্দুল কুদ্দুসকে দেখতে যান বিএনপি মহাসচিব। তিনি চিকিৎসকদের সঙ্গে তার সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত হন। এরপর একই হাসপাতালে চিকিৎসাধীন অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদকে দেখতে যান মির্জা ফখরুল এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন।

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘একটা কথা বলতে চাই, গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি যদি কেউ থাকে সেটা হচ্ছে বিএনপি এবং সবচেয়ে বেশি লড়াই যদি করে গণতন্ত্রের জন্য সেটা বিএনপি। বাংলাদেশে এক দলীয় শাসন ব্যবস্থা থেকে বিএনপি নিয়ে এসেছে বহুদলীয় গণতন্ত্রে এবং পরবর্তীতে সংসদীয় গণতন্ত্রে। সুতরাং এই বিষয়ে প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। একটি জিনিস কী? দেশটাকে সকলে মিলে বাঁচাতে হবে। প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে দেশকে সঠিক ট্র্যাকে উঠানো এবং যত দ্রুত সেটাকে উঠানো যাবে ততই মঙ্গল।’

তিনি বলেন, ‘যারা মনে করেন যে, নির্বাচন প্রয়োজন নেই-আমার মনে হয়, তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। একটা নির্বাচিত সরকার দরকার, যে সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে। সেই কারণেই আমরা সংস্কারে অংশ নিচ্ছি। প্রত্যেকটি সংস্কারের দাবি আমরাই তুলেছি। সুতরাং সংস্কার ও নির্বাচন এরমধ্যে কোনো সাংঘর্ষিকতা নেই, দুইটা একসঙ্গে চলবে।’

আরেক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা খুব ভালো করে জানেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতন-হত্যা-গুম-খুনের সবচেয়ে বড় ভিক্টিম আমাদের দল বিএনপি। আমি নিজেও ১১২টা মামলা এবং ১৩ বার জেলে গেছি। আমরা সবসময় মনে করি যে, যারা ফ্যাসিবাদের পক্ষে কাজ করবে, বিশেষ করে আওয়ামী লীগের হয়ে কাজ করেছে তাদের প্রতিটি ব্যক্তির শাস্তি হওয়া প্রয়োজন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত এবং শাস্তি হওয়া উচিত।’

তিনি বলেন, ‘বিশেষ করে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা। তিনি এককভাবে, আমি মনে করি দ্য রেসপোনসিবল ফর দ্যা কিলিং অব দ্য থাউজেন্টস অব পিপল। তার বিচার শুরু হয়েছে। আমরা আশাবাদী তার এবং তার সঙ্গে যারা গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসিস্ট আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে। সেই হিসেবে আইনের আওতায় নিয়ে এসে দলও যদি দেখা যায়-দলগত হিসেবে তাদের বিচার হওয়া উচিত বলে আমি মনে করি।’

পাঠকের মতামত

প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনূস, অনেক বছর ধরে রোজা আছি দয়াকরে ইফতারের ব্যবস্থা করুন।

Mahiuddin molla
৯ জুলাই ২০২৫, বুধবার, ৭:২৫ অপরাহ্ন

জি বুঝতে পেরেছি। দ্রুত নির্বাচন দিয়ে আপনারা ক্ষমতায় আসবেন আর আওয়ামী লীগের মতো আপনারাও লুটপাট শুরু করবেন। এরপর এক মেয়াদও আপনারা পুরোপুরি ক্ষমতায় থাকতে পারবেনা। দেশে আবারো গন্ডগোল হবে। আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। এটাই তো আপনাদের চাওয়া নাকি।

Habib Khan
৯ জুলাই ২০২৫, বুধবার, ৭:১২ অপরাহ্ন

So that BNP can avoid reforms in order to resume the old habits of looting the nation by using the police and the judiciary? And to start acting as agents of RAW?

Aminul R Islam
৯ জুলাই ২০২৫, বুধবার, ৭:০৩ অপরাহ্ন

মহান এক বীর যার একক প্রচেষ্ঠায় হাসিনাকে তাড়ানো গেছে , তার কথা তো শুনতেই হবে । এইসব জন্জালগুলোকে বনবাসে পাঠানো যায় না ?

বাবন
৯ জুলাই ২০২৫, বুধবার, ৫:০৮ অপরাহ্ন

অবশ্যই। বিএনপির জন্য দ্রুত মঙ্গল হবে।

আব্দুল্লাহ
৯ জুলাই ২০২৫, বুধবার, ৪:৩৪ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status