রাজনীতি
ইসলামি দলগুলোর প্রতি পররাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন
আপনারা কোথায় এখন
অনলাইন ডেস্ক
(৬ মাস আগে) ১৪ মে ২০২৪, মঙ্গলবার, ৪:০৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৩০ পূর্বাহ্ন
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রশ্ন রেখে বলেন, কিছু ইসলামি দল আছে, আমরা দেখি কারণে ও অকারণে বায়তুল মুকাররমের সামনে সমাবেশ করে। আপনারা কোথায় এখন? আপনাদের কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? নির্বাচনের আগে সরকার নামানোর জন্য সকাল-বিকেল বায়তুল মুকাররমের সামনে যেতেন, প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করেছেন, ফিলিস্তিনি ভাই-বোনদের পক্ষে, ইসরাইলের বিরুদ্ধে কোনো বড় সমাবেশ করতে তো দেখতে পেলাম না! এরা আসলে ইসলামপ্রেমী নয়, এরা হচ্ছে মুখোশধারী ধর্ম ব্যবসায়ী। সুতরাং এদেরও চিনে রাখুন। এদেরও মুখোশ উন্মোচন করতে হবে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপি ইসরাইলের সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিএনপির একাধিক নেতার সঙ্গে ইসরাইলি এজেন্টদের বৈঠক হয়েছে এবং সেসব তথ্য-প্রমাণও রয়েছে। বিএনপি ইসরাইলের দোসরে পরিণত হয়েছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি-জামায়াত যারা মুসলমানদের ধর্মীয় অনুভূতি নিয়ে অপরাজনীতি চেষ্টা চালায়, তারা আজ পর্যন্ত ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর বর্বরতার বিরুদ্ধে গণহত্যার বিরুদ্ধে, মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হওয়ার বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করে নাই।
ইসলামী দলগুলোকে রাজপথে নামিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে ফায়দা নেওয়ার প্রচেষ্টাও বিফল !
Aeder kase mitha sara ki ba asa kora jay
পাসপোর্ট থেকে except Israel কে বাদ দিয়েছে?
মিথ্যা বলতে বলতে,, এখন আর কোনো মিথ্যা বলতে অসুবিধা হয়না,,,কৃমিমনালের রাজনীতি কারা করে??
যেভাবে আইন দ্বারা ভারত বিরোধীতা নিষিদ্ধ করা হয়েছে তেমনিভাবে ইজরায়েল বিরোধিতা নিষিদ্ধ করুক সরকার, ভারত বর্তমান সরকারের বন্ধু (জনগনের নহে) তেমনি ভাবে ইজরায়েল বর্তমান সরকারের পরমবন্ধু, চুপিচুপি ইজরায়েলের সাথে পীরিতি চলতেছে তার প্রমাণ ইজরাইলি বিমান এর ঘনঘন গোপনীয় আনাগোনা।
আপনি সাচ্চা মুসলমান! কাশ্মীর নিয়েও কথা বলুন তাইলে।
কিছু দিন আগেইতো আলেম ওলামারা সম্মিলিত প্রতিবাদ সভা করলেন। সবাই যদি ধর্ম ব্যবসায়ী হয়, তাহলে ধার্মিক কারা?
পরারাস্ট (মিথ্যা) মন্ত্রী কি বলে ?? ওর চোখ কান দুইটাই গেছে ???
পররাষ্ট্রমন্ত্রী কি ইদানিংকার বাংলাদেশ জামায়াতে-ইসলামীসহ সমমনা ইসলামী দল গুলোর ইসরায়েল বিরোধী সভা সমাবেশ চোখে দেখেন না?
আওয়ামীলীগ ও তার সমমনারা মাঠে নামলেই হয়। যেহেতু এব্যাপারে আপনি (পররাষ্ট্রমন্ত্রী) আন্তরিক তাহলে সরকার একটা সমাবেশ ডাকতে পারে!!
শুধু মুসলিম দেশগুলিতেই দেখা যায় প্যালেস্টাইনিদের নিধনের ব্যাপারে ইসলাম পন্থিরা নিশ্চুপ !!!!!
আপনার কথাগুলো আপনি ছাড়া আর কেউ বিশ্বাস করে না
আপনিমনেহয় টিনের চশমা পরে আছেন!! or রাতকানা !
ইসলামি দলগুলোকে পররাষ্ট্রমন্ত্রী কি উসকানি দিচ্ছি ? যে বিদেশিদের এখানে মৌলবাদী আছে বলার জন্যে ? এদের দমন কার জন্যে আমাদের ক্ষমতায় থাকা দরকার ? মনে রাখবেন ভারতীয় জনতা পার্টি বা বিজেপি কেউ এখন আর মৌলবাদী বলেনা