রাজনীতি
কারামুক্ত হলেন বিএনপি নেতা হাবিব
স্টাফ রিপোর্টার
(৪ মাস আগে) ১৭ মে ২০২৪, শুক্রবার, ৬:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৫৪ অপরাহ্ন
জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব। শুক্রবার বিকালে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
এসময়ে কারাফটকে তাকে স্বাগত জানাতে শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে হাবিবুর রশিদ হাবিব বলেন, পুরো দেশটাকে কারাগারে পরিণত করেছে এই জালিম সরকার। তারা শুধু বিএনপি নেতাকর্মী নয়, দেশের জনগণের অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্বসহ সবকিছুকে ধ্বংস করেছে। এই মাফিয়া আর পুতুল সরকার থেকে মুক্তি পেতে আন্দোলনের বিকল্প নাই। সেই আন্দোলনের প্রস্তুতি নেয়ার জন্য সবার প্রতি আমি আহ্বান জানাচ্ছি।
গত ১৮ এপ্রিল নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে হাবিবুর রশিদ হাবিবকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।