রাজনীতি
বিএনপির সময় ঋণখেলাপি বেশি ছিল: আইনমন্ত্রী
অনলাইন ডেস্ক
(১ বছর আগে) ১৭ মে ২০২৪, শুক্রবার, ২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৭ পূর্বাহ্ন

ঋণখেলাপীদের তালিকা বিএনপির সময় বেশি ছিল বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। শুক্রবার দুপুর সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার প্রত্যন্ত বনগজ-কৃষ্ণনগর সড়কে তিতাস নদীর উপর নির্মাণাধীন সেতুর কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত যখন বিএনপি সরকার বাংলাদেশ শাসন করেছে তখন তারা যুদ্ধাপরাধী, রাজাকার, আল-বদর নিজেরা পাকিস্তানের দালাল হয়ে এদেশের জনগণকে শোষণ করতো, শাসন করতো এবং অত্যাচার করতো। আর এখনের চিত্র হলো বাংলাদেশের উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের বিষয়টা মির্জা ফখরুলসহ বিএনপির সহ্য হচ্ছে না। এজন্য তাদের মাথা খারাপ হয়ে গেছে।
পাঠকের মতামত
উনি যখন বলেছেন তাহলে কথা সত্য?
২ অক্টোবর ২০২৩ তারিখে বিবিসি নিউজ বাংলায় প্রকাশিত আমাদের দেশের খেলাফী ঋণ সংক্রান্ত একটি রিপোর্ট নিম্নে উদ্ধৃত করছি: " রবিবার বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণ-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে জানা যায়, ব্যাংকিং খাতে খেলাপি ঋণ এখন বেড়ে এক লাখ ৫৬ হাজার ৩৯ কোটি টাকা ছাড়িয়ে গেছে। অর্থাৎ বর্তমানে ব্যাংকিং খাতের মোট বিতরণ ঋণের ১০.১১ শতাংশই এখন খেলাপি। অথচ বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের সময় ২০০৯ সালে দেশে মোট খেলাপি ঋণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি ৪১ লাখ টাকা। তারও এক দশক আগে ১৯৯০ সালে দেশে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৪ হাজার ৬৪৬ কোটি টাকা।" ( ২ অক্টোবর, ২০২৩ বিবিসি বাংলা নিউজ)
নিজেদের দোষ ঢাকার জন্য আর কত অসত্য তথ্য দেবেন। সাহস থাকলে তথ্য প্রমাণ আর পরিসংখ্যান দিয়ে দেখান যে বিএনপি আমলে কত হাজার অথবা কত লক্ষ কোটি টাকার খেলাপি ঋণ ছিল। দায়িত্ব শীল পদে থেকে জনগণকে বোকা ভাবার বোকামি আর কত করবেন জনাব আইন মন্ত্রী?
আওয়ামী লীগের জানোয়ারদের হাত থেকে দেশ উদ্ধার করা ফরজে আইন হয়ে গেছে।
আপনারা আরো ১০০ বছর ক্ষমতায় থাকুন আর ১০০ বছর পরেও বিএনপির অজুহাত দিয়েন। আপনাদের লাল সেলাম।