রাজনীতি
৬ মাস পর সংবাদ সম্মেলনে আসছেন মির্জা ফখরুল
স্টাফ রিপোর্টার
(৫ মাস আগে) ১১ মে ২০২৪, শনিবার, ১:২১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৪ পূর্বাহ্ন
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আগামীকাল রোববার দুপুর ১২টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে। এতে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরমধ্য দিয়ে ৬ মাসেরও বেশি সময় পর সংবাদ সম্মেলনে আসছেন বিএনপির মহাসচিব। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
সর্বশেষ গত ২৭শে অক্টোবর সংবাদ সম্মেলন করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানা গেছে, সংবাদ সম্মেলনে দেশের সামগ্রিক রাজনৈতিক, অর্থনৈতিক এবং সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখা হবে। এছাড়া গত বুধবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।