ভারত
ভারতে সুপ্রিম কোর্টের রায়
শুধু মৃত্যুকালীন জবানবন্দিতে কাউকে অপরাধী সাব্যস্ত করা যাবে না
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ২৫ আগস্ট ২০২৩, শুক্রবার, ২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৫৮ পূর্বাহ্ন
মৃত্যুকালে মানুষ মিথ্যা কথা বলেনা-এই ধারণার বশবর্তী হয়ে ভারতে মৃত্যুকালীন জবানবন্দিকে গুরুত্ব দেয়ার নির্দেশ ছিল ভারতীয় দণ্ডবিধিতে। কিন্তু, সুপ্রিম কোর্ট একটি রায়ে এই বিষয়টিকে অপরাধের প্রামাণ্য সূত্র ধরায় নিষেধাজ্ঞা জারি করল। বিচারপতি বি আর গাভাই, জে বি পারদিওয়ালা এবং কে মিশ্রকে নিয়ে গড়া তিন সদস্যের বেঞ্চ রায় দিয়েছে যে ডাইং ডিক্লেরেশন বা মৃত্যুকালীন জবানবন্দির সঙ্গে সাপোর্টিং প্রমাণ না থাকলে অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়া যাবে না। এক ব্যক্তির নিজের দুই সন্তান এবং ভাইকে পুড়িয়ে মারার ব্যাপারে রায় দিতে গিয়ে বিচারপতিরা এই কথা বলেন।
বিচারপতিরা জানান, অনেক সময় অন্ধ প্রতিহিংসার কারণে মৃত্যুকালীন জবানবন্দিতে অসংগতি থাকে। পুলিশের উচিত নিশ্চিতিসূচক প্রমাণ সংগ্রহ করে তবে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। এই রায়ের আগে পর্যন্ত ইন্ডিয়ান পেনাল কোড, সি.আর.পি.সি-তে মৃত্যুকালীন জবানবন্দিকে চূড়ান্ত বলে ধরা হত।