ভারত
২০২৪ সালের লোকসভা ভোটে নির্বাচন কমিশনের জাতীয় আইকন শচীন টেন্ডুলকার
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ মাস আগে) ২৩ আগস্ট ২০২৩, বুধবার, ১০:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:২৯ অপরাহ্ন

২০২৪ সালের লোকসভা ভোটে ভারতের নির্বাচন কমিশন জাতীয় আইকন হিসেবে বেছে নিলো দেশের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে। আজ মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ও দুই নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র ও অরুণ গোয়েলের উপস্থিতিতে শচীন মৌ এ স্বাক্ষর করবেন। গতবছর অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি নির্বাচন কমিশন এর আইকন ছিলেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আইকন ছিলেন মহেন্দ্র সিং ধোনি, আমির খান এবং মেরি কম। শচীন ভোটদানে উৎসাহ বাড়ানোর জন্য প্রচার করবেন। ২০১২ থেকে ১৮ শচীন রাজ্যসভার মনোনীত সংসদ সদস্য ছিলেন। রাজ্যসভার সদস্য হিসেবে তাঁর উপস্থিতির হার অত্যন্ত কম ছিল (মাত্র আট শতাংশ)। সংসদ সদস্য হিসেবে ছ বছরে তিনি মাত্র বাইশটি প্রশ্ন করেছিলেন। এমপিদের লোকাল এরিয়া ডেভেলপমেন্ট ফান্ডের টাকা ব্যবহারে শচীন অবশ্য মুন্সিয়ানা দেখান। তাঁর এমপি লাড ফান্ডের অর্থে উপকৃত হয় জম্মু ও কাশ্মীর ও তামিলনাড়ুর বন্যা বিধ্বস্তরা।