ঢাকা, ১৮ মে ২০২৪, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ জিলক্বদ ১৪৪৫ হিঃ

রাজনীতি

বিএনপির আন্দোলনে হাজার হাজার কোটি টাকা আসছে: ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার

(৯ মাস আগে) ১৭ আগস্ট ২০২৩, বৃহস্পতিবার, ৭:৫৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৩৭ পূর্বাহ্ন

mzamin

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, সতর্ক থাকবেন। আগুন নিয়ে বিএনপি-জামায়াত আবারও সন্ত্রাস চালাতে পারে। তাদের (বিএনপির) আন্দোলনে হাজার হাজার কোটি টাকা আসছে। এই টাকা কোথা থেকে আসে? আজ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ সমাবেশে’ এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল বিএনপি, এমন অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, হাজারো নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। কী অত্যাচার তাদের ওপর করা হয়েছে! বিএনপি এখনও প্রকাশ্যে রাজনীতি করছে। তিনি বলেন,পৃথিবীর একটা দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রয়েছে, পাকিস্তানে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলবো, আপনি তত্ত্বাবধায়ক চাইলে পাকিস্তানে চলে যান। না হয় তত্ত্বাবধায়কের দাবি ছেড়ে নির্বাচনে আসুন। নয়তো আম ও ছালা দুটোই হারাবেন।

এদিকে জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হামলার ঘটনায় বিএনপি জড়িত বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

বিজ্ঞাপন
বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন,তারা আবারও সিরিজ বোমা হামলা করতে চায়, এই হামলাই সেটার প্রমাণ। বিএনপি হলো জঙ্গিদের মূল পৃষ্ঠপোষক। 

আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন,জঙ্গিবাদীরা বিএনপির সঙ্গে একাত্ম্য হয়ে সাম্প্রদায়িক শক্তি প্রমাণ করার জন্য সারা দেশে হামলা করেছিল। সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে বিএসএমএমইউতে হামলা করেছে। এই হামলার সঙ্গে বিএনপির হাত ছিল বলে আমরা মনে করি। বিএনপি আবারও দেশের মধ্যে ষড়যন্ত্র শুরু করেছে।  বিএনপি- জামায়াতের সঙ্গে জঙ্গিবাদ মিশে আছে। এদের রুখতে হলে বিএনপি-জামায়াতকে রুখতে হবে। তিনি বলেন, বিএনপি জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে আবারও দেশে সিরিজ বোমা হামলা করতে চায়। জঙ্গিবাদের মূল পৃষ্ঠপোষক হলো তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা দেশের শত্রু, জনগণের শত্রু ও মুক্তিযুদ্ধের শত্রু। এসব অপশক্তিকে প্রতিহত করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে আমরা স্মার্ট বাংলাদেশ তৈরি করবো। 

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ।
 

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

   

রাজনীতি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status