ভারত
হিমাচলে ভারী বর্ষণে নিহত ২১, শিমলায় শিবমন্দির ভেঙে প্রাণ গেল ৯ জনের
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ১৪ আগস্ট ২০২৩, সোমবার, ৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৪১ পূর্বাহ্ন

হিমাচল প্রদেশ ভয়াবহ বৃষ্টিতে এখন পর্যন্ত ২১ জন প্রাণ হারিয়েছেন। সব থেকে বড় ঘটনাটি ঘটেছে আজ দুপুরে। শিমলার একটি কালীমন্দির ভেঙে পড়ায় ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মন্দিরের ভগ্নিস্তূপ এর তলায় আরও মৃতদেহ থাকার সম্ভাবনা রয়েছে। ঘটনাস্থলে পৌঁছে গেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুকু। তিনি নিজে উদ্ধারকাজ পরিচালনা করছেন। সুকু জানিয়েছেন, এই রকম নাগাড়ে বৃষ্টিপাত এবং সঙ্গে ঝঞ্ঝা হিমাচল আগে দেখেনি। পালরি জেলায় একটি রিসোর্ট ভেঙে পড়ে পাঁচজনের মৃত্যুর খবর তিনি জানান। এখানেও ধ্বংসস্তূপ এর নিচে আরও মৃতদেহ থাকার সম্ভাবনা। শিমলায় কালিমন্দিরে দুপুরে ভোগ এর সময় ঘটনাটি ঘটে। হুড়মুড়িয়ে ভেঙে যায় মন্দিরটি। জাগ্রত এই মন্দিরে পুজো দেওয়ার জন্যে সকাল-সন্ধ্যা ভিড় হত। সুকু জানান, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নামানো হয়েছে উদ্ধার কাজে।