খেলা
৩২ দলের প্রথম ক্লাব বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ২৪ জুন ২০২৩, শনিবার, ১১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

২০২৪ সালে কোপা আমেরিকা আয়োজন করবে যুক্তরাষ্ট্র। কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে ২০২৬ ফুটবল বিশ্বকাপও আয়োজন করবে দেশটি। এবার আরো একটি সুসংবাদ পেলো যুক্তরাষ্ট্র। ২০২৫ সালে ক্লাব বিশ্বের আয়োজক হলো মার্কিনীরা। আর এই আসরেই প্রথমবারের মতো সর্বোচ্চ ৩২টি ক্লাব অংশ নেবে।
২০০০ সালে শুরু হয় ফিফা ক্লাব বিশ্বকাপ। সেই থেকে বেশিরভাগ আসরেই ৭ দল নিয়ে চলেছে টুর্নামেন্টটি। চলতি বছরে ডিসেম্বরে সৌদি আরবে আয়োজিত হবে ক্লাব বিশ্বকাপের ২০তম আসর। এখানেও অংশ নেবে সাত দল। তবে বৈশ্বিক পর্যায়ে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় এর কাঠামো পরিবর্তনের চিন্তা চলছিল বেশ কয়েক বছর ধরে। গত ফেব্রুয়ারিতে সিদ্ধান্ত নেয়া হয় ২০২৫ সাল থেকে ক্লাব বিশ্বকাপে ৩২টি দল অংশ নেবে। এর মধ্যে ইউরোপ থেকে ১২টি, দক্ষিণ আমেরিকা থেকে ৬টি, আফ্রিকা, এশিয়া ও উত্তর-মধ্য আমেরিকা থেকে ৪টি করে ক্লাব থাকবে। বাকি দুটির একটি ওশেনিয়া মহাদেশের, আরেকটি স্বাগতিক দেশের।
নতুন ধরনের এই ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পাবে ২০২১ থেকে ২০২৪ সালের মহাদেশীয় চ্যাম্পিয়নরা। এতে ২০২৫ ক্লাব বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে গেছে রিয়াল মাদ্রিদ (স্পেন), চেলসি (ইংল্যান্ড), ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড), পালমেইরাস (ব্রাজিল), ফ্লামেঙ্গো (ব্রাজিল), মন্তেরি (মেক্সিকো), লিওন (মেক্সিকো), আল আহলি (মিশর), ওয়াইদাদ কাসাব্লাঙ্কা (মরক্কো), উরাওয়া রেড ডায়মন্ডস (জাপান) ও আল হিলালের (সৌদি আরব)। বাকি দলগুলো ২০২৪ মহাদেশীয় প্রতিযোগিতা ও র্যাঙ্কিংয়ের ওপর নির্ভর করে সুযোগ পাবে ক্লাব বিশ্বকাপে।
ক্লাব বিশ্বকাপের পাশাপাশি অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের নতুন স্বাগতিকের নামও জানিয়েছে ফিফা। আগামী ১০ই নভেম্বর থেকে ২রা ডিসেম্বর পর্যন্ত টুর্নামেন্টটি হবে ইন্দোনেশিয়ায়। শুরুতে যুবদের এই প্রতিযোগিতাটি আয়োজনের কথা ছিল পেরুতে। তবে অবকাঠামোগত চাহিদা পূরণ করতে না পারায় আয়োজন স্বত্ব হারায় তারা।