ঢাকা, ৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ২০ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

ভারত

বাইডেন-মোদির বৈঠক

পাকিস্তান ও আফগানিস্তান নিয়ে আলোচনা হলেও বাংলাদেশ স্থান পায়নি

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(৫ মাস আগে) ২৩ জুন ২০২৩, শুক্রবার, ১১:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৫৫ পূর্বাহ্ন

mzamin

প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে মোদির দ্বিপাক্ষিক বৈঠকে পাকিস্তান ও আফগানিস্তান প্রসঙ্গ থাকলেও ভারত-বাংলাদেশ-মার্কিন সংম্পর্ক নিয়ে কোনো কথা ওঠেনি। কোনো কোনো মহল মনে করেছিল বাংলাদেশের নির্বাচন নিয়ে মোদি বাইডেনকে নিরপেক্ষ নির্বাচনের পক্ষে ও ভিসা সমস্যা নিয়ে মার্কিন নীতি নিয়ে কিছু বলতে পারেন। কিন্তু, বাস্তবে বিশেষ কোনো আলোচনা হয়নি। 

বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস এন্ড সিকিউরিটির প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ এস এম  মুনিরুজ্জামান জানিয়েছেন, মোদি-বাইডেন বৈঠকের এজেন্ডায় বাংলাদেশ ছিলো না। 

এদিন ক্যাপিটাল হিলে তার ভাষণে মোদি বলেন, চীনকে মনে রাখতে হবে বিশ্বের ঐক্যের কথা। পাকিস্তানকে সন্ত্রাসের রাস্তা পরিহার করতে হবে। তিনি ভারতীয় আদর্শ বসুবৈধ কুটুম্বকম এর কথা বিধৃত করেন। দেশ কালের গণ্ডী ছাড়িয়ে ভারত যে করোনার টিকা সমস্ত বিশ্বে ছড়িয়ে দিয়েছিলো তার উল্লেখ করে মোদি বলেন, আমরা সবার জন্যে কাজ করি।

এদিকে স্যার উইন্সটন চারচিল এবং নেলসন ম্যান্ডেলার পর তৃতীয় রাষ্ট্রনায়ক হিসেবে দ্বিতীয়বারের মতো ক্যাপিটাল হিলে মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়েছেন মোদি। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় একবার এবং বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এর সময় দ্বিতীয়বার। লস এঞ্জেলস টাইমস লিখছে যে, মোদি মার্কিন কংগ্রেসে ঢোকার সময় মোদি... মোদি ধ্বনিতে মুখরিত হয় চারদিক।

মোদি তার ভাষণে ভারতীয় গণতন্ত্র, টিকাকরণ, মঙ্গল অভিযান, অর্থনীতি, ভারত-মার্কিন সম্পর্কে প্রতিরক্ষার দিকটি তুলে ধরেন। মোদি বলেন, ভারতে আমাদের একুশটি সরকারি ভাষা কিন্তু, আমরা মনের ভাব প্রকাশ করি এক ভাষাতেই। দেশে আড়াইহাজার রাজনৈতিক দল আছে কিন্তু, মানসিকতায় সবাই এক।

বিজ্ঞাপন
ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে রসিকতা করলেও চীন-পাকিস্তান সম্পর্কে কঠোর মানসিকতা দেখান মোদি। 
 

পাঠকের মতামত

যারা অতি আশাবাদি ছিলো তাদের মাথায় বাজ পড়ল ! জয় হোক গণতন্ত্রের।

Dhrubo--
২৩ জুন ২০২৩, শুক্রবার, ১১:২১ অপরাহ্ন

আমাদের দেশের ভোট রাতে আর হতে দেওয়া হবে না।অন্য দেশের সুবিধার জন্য আওয়ামী লীগ কে বিনা ভোটে নির্বাচনের বৈতরণী পার করতে দেওয়া হবে।স্বাধীনতা রক্তের বিনিময়ে এনেছি কারো তাবেদারি করার জন্য না

পাজি
২৩ জুন ২০২৩, শুক্রবার, ২:১৭ পূর্বাহ্ন

কাজী সাহেব , অনুগ্রহ করে অন্যদের জ্ঞান দেয়ার আগে আপনি নিজে ইতিহাস থেকে শিক্ষা নিন I আওয়ামী দালালি আর কত করবেন-- আপনার দালালির ধরণ তা টিউলিপের মতো অতটা নিম্ন রুচির নয় I অন্ধ আর কালা না হলে যে কোনো শিক্ষিত (অবশ্য আওয়ামী লীগ সমর্থন আর মুক্ত চিন্তার চর্চা করে এমন লোক খুঁজতে যাওয়া অন্ধকার গড়ে কালো বিড়াল খোঁজার মতো অবস্থা) দেখতে ও বুঝতে পারতো ২০১৪-এর বিনা ভোটের নির্বাচন আর ২০১৮-র মদ্ধরাতের নির্বাচনের পর থেকে বাংলাদেশ কিভাবে জিম্বাবুয়ে হয়েছে I যত ইচ্ছা নিজেকে অভয় দেন কিন্তু "অন্ধ হলেকি প্রলয় বন্ধ থাকে"???

Unnamed User
২৩ জুন ২০২৩, শুক্রবার, ১:৪২ পূর্বাহ্ন

আমেরিকা উন্নয়নশীল রাষ্ট্রের নেতা কে তা চীন কে দেখিয়ে দিলো।

ইকবাল কবির
২২ জুন ২০২৩, বৃহস্পতিবার, ১১:৫৪ অপরাহ্ন

চীনকে টেক্কা দেওয়ার সক্ষমতা ভারতের নেই। হিন্দুত্ববাদের কবলে ভারত এখন সামাজিক ও মনষ্তাত্তিক ভাবে বিভক্ত। ভারত-মার্কিন সম্পর্কের উষ্ণতা বেশিদিন টিকবে না।

shishir
২২ জুন ২০২৩, বৃহস্পতিবার, ১১:৩১ অপরাহ্ন

আওয়ামীলীগের স্বপ্নের প্রদীপ আস্তে আস্তে নিভে যাচ্ছে।।।

Anisur Rahman
২২ জুন ২০২৩, বৃহস্পতিবার, ১১:২০ অপরাহ্ন

দিনটি মার্কিন ইতিহাসে কলঙ্কের দিন হিসাবে চিহ্নিত হয়ে থাকবে । গুজরাট গণ হত্যার নায়কের মার্কিন কংগ্রেসে ভাষণ মানবতার ইতিহাসে কলঙ্কের দিন হিসাবে লেখা থাকবে । মিথ্যা ভাষণ দিতে লোক টি কোন লজ্জা বোধ করে না । তিনি নাকি করোনার টিকা বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন , অথচ সত্য কথা হল , বাংলাদেশের কাছ থেকে অগ্রিম টাঁকা নিয়েও উনি ঢাকায় টিকা পাঠান নি । প্রতিবেশী দেশ গুলুকে নূতন মানচিত্রে অন্তর্ভুক্ত করে তা নূতন সংসদ ভবনে স্থাপন করেছেন । শুধু মুসলিম হওয়ার অপরাধে আসামের ২০ লক্ষ মুসলমানের নাগরিকত্ব কেড়ে নিয়েছেন । অথচ তারা আসামের কয়েক পুরুষ ধরে বসবাস করছেন । যে সব কংগ্রেস ম্যান ভাষণ বয়কট করেছেন তাদেরকে ধন্যবাদ ।

zakiul Islam
২২ জুন ২০২৩, বৃহস্পতিবার, ১০:৫৫ অপরাহ্ন

পাকিস্তান অসচ্ছল, আফগানিস্তান তালেবানের দেশ, মহিলাদের গৃহ বন্দি করছে, তাই এই দুই দেশ আলোচনায় স্থান পেয়েছে । তাছাড়া বাংলাদেশের উন্নয়ন যুক্তরাষ্ট্রের গাত্র দাহের কারণ। যারা বাংলাদেশের বিরুদ্ধে আমেরিকার পদক্ষেপে নাচানাচি করছেন তারা ইতিহাস থেকে শিখার চেষ্টাও করেন না । ইরাক, লিবিয়ার কথা একবার ও ভাবেন না

Kazi
২২ জুন ২০২৩, বৃহস্পতিবার, ১০:৩৭ অপরাহ্ন

চীন বিষয়ে ভারত আমেরিকা কি ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে না অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে? যদি অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে থাকে তাহলে তাঁদের বেঠকে বাংলাদেশ প্রসঙ্গ আসবে কেন?

আনিস উল হক
২২ জুন ২০২৩, বৃহস্পতিবার, ১০:২৮ অপরাহ্ন

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

   

ভারত সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status